The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪

আজ আমি মুক্ত, একজন সাধারণ নাগরিক : আবদুল হামিদ

 

বিদায়ি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, আজ আমি মুক্তি পাচ্ছি। আজ থেকে আমি স্বাধীন।

তিনি বলেন, এখন আমি একজন সাধারণ নাগরিক হিসেবে ফ্রিলি একটু মুভ করতে পারব। এটাই আমার সবচেয়ে বড় আনন্দ।

আজ সোমবার (২৪ এপ্রিল) নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শপথ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আরো কথা হবে, এখনও তো বঙ্গভবন থেকে বের হতে পারিনি। বের হলে অনেক কথা হবে। আপনার আইসেন সময় সময়, তখন প্রাণ খুলে, মন খুলে কথা বলব।

তিনি আরো বলেন, দেখেন আমি সারা জীবন রাজনীতি করেছি মানুষের জন্য। সুতরাং মানুষের বাইরে আমার কোনো চিন্তা ছিল না এবং কোনোদিন থাকবেও না। আমি সকল রাজনীতিবিদদের এই কথাই বলব এই দেশের মাটি ও মানুষকে ভালোবেসে তারা যেন রাজনীতি করে। তাহলেই রাজনীতিটা আরো সুন্দর হবে। এবং সেটা দলমত নির্বিশেষে সকলের কাছে আমি প্রত্যাশা করি।

এ দেশের মানুষ আমাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে উল্লেখ করে আবদুল হামিদ বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রপতি পদে দুই মেয়াদে নির্বাচিত করেছে। আবার রাজনীতি করলে এ দেশের মানুষকে হেয় করা হবে। সেটা আমি করব না।

এর আগে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে এ শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতির পদে শপথ পাঠ করান।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. আজ আমি মুক্ত, একজন সাধারণ নাগরিক : আবদুল হামিদ

আজ আমি মুক্ত, একজন সাধারণ নাগরিক : আবদুল হামিদ

 

বিদায়ি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, আজ আমি মুক্তি পাচ্ছি। আজ থেকে আমি স্বাধীন।

তিনি বলেন, এখন আমি একজন সাধারণ নাগরিক হিসেবে ফ্রিলি একটু মুভ করতে পারব। এটাই আমার সবচেয়ে বড় আনন্দ।

আজ সোমবার (২৪ এপ্রিল) নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শপথ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আরো কথা হবে, এখনও তো বঙ্গভবন থেকে বের হতে পারিনি। বের হলে অনেক কথা হবে। আপনার আইসেন সময় সময়, তখন প্রাণ খুলে, মন খুলে কথা বলব।

তিনি আরো বলেন, দেখেন আমি সারা জীবন রাজনীতি করেছি মানুষের জন্য। সুতরাং মানুষের বাইরে আমার কোনো চিন্তা ছিল না এবং কোনোদিন থাকবেও না। আমি সকল রাজনীতিবিদদের এই কথাই বলব এই দেশের মাটি ও মানুষকে ভালোবেসে তারা যেন রাজনীতি করে। তাহলেই রাজনীতিটা আরো সুন্দর হবে। এবং সেটা দলমত নির্বিশেষে সকলের কাছে আমি প্রত্যাশা করি।

এ দেশের মানুষ আমাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে উল্লেখ করে আবদুল হামিদ বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রপতি পদে দুই মেয়াদে নির্বাচিত করেছে। আবার রাজনীতি করলে এ দেশের মানুষকে হেয় করা হবে। সেটা আমি করব না।

এর আগে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে এ শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতির পদে শপথ পাঠ করান।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন