The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

রাবিতে ৫ম আন্তর্জাতিক ফোকলোর সম্মেলন শুরু

মারুফ হোসেন মিশন, রাবি: ‘এসডিজি লক্ষ্য অর্জনে ফোকলোর বিদ্যা’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফোকলোর বিভাগের উদ্দ্যোগে ৫ম বারের মতো শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক ফোকলোর সম্মেলন-২০২২ । দুইদিন ব্যাপী এ সম্মেলন আগামীকাল রোববার (২০ নভেম্বর) শুরু হবে‌।

শনিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের ১৩১ নাম্বার রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিভাগটির সভাপতি মোস্তফা তারিকুল আহসান।

লিখিত বক্তব্যে অধ্যাপক মোস্তফা তারিকুল আহসান বলেন, ‘ বর্তমান যুগ হলো তথ্য প্রযুক্তির যুগ। এ চতুর্থ শিল্পবিপ্লবে ফোকলোর বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেটি জানানো হলো আমাদের সম্মেলন অন্যতম উদ্দেশ্য। ফোকলোর শুধু পুরাতন জিনিস নয় বরং চিকিৎসাবিজ্ঞান, খাদ্য নিরাপত্তা, যোগাযোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়া এসডিজির লক্ষ্যমাত্রা পূরণে ফোকলোরের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তা এ সম্মেলন আলোচনা করা হবে।’ এবারের সম্মেলনে বাংলাদেশ, ভারত, নেপাল, তুরস্ক, আমেরিকা, পোল্যান্ডের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন। সম্মেলনে বাছাইকৃত সেরা ৪০টি প্রবন্ধ পাঠ করা হবে।

তিনি আরো বলেন, প্রথমদিনের ‘আন্তর্জাতিক ফোকলোর সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক মোস্তফা তারিকুল আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য আসাদ মান্নান, বাংলা একাডেমির পরিচালক মুহম্মদ নূরুল হুদা, রাবি উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম।

এছাড়াও অধিবেশনে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ভারতের ইন্দ্রিরা গান্ধী ট্রাইবাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রীহরি কেআর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিপ্লব চক্রবর্তী, পশ্চিমবঙ্গের এস টি. পল কলেজের অধ্যাপক এস.কে মকবুল ইসলাম, নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক কেশব সিগদেল, রাবি ফোকলোর বিভাগের পিএইচডি শিক্ষার্থী ড্যামন জোসেফ মোন্টক্ল্যার। অধিবেশনে সভাপতিত্ব করবেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মুহম্মদ আব্দুল জলিল।

অধ্যাপক মোস্তফা বলেন, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে আয়োজিত দ্বিতীয়দিনের অধিবেশনে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক রবিউল ইসলাম, ফোকলোর বিভাগের অধ্যাপক সুস্মিতা চক্রবর্তী, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক অপূর্ব কুমার রায়। অধিবেশনে সভাপতিত্ব করবেন সমাজবিজ্ঞান বিভাগের অধিকর্তা অধ্যাপক ইলিয়াস হোসাইন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ফোকলোর বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন, সহযোগী অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম কনক ও ড. রতন কুমার।

You might also like
Leave A Reply

Your email address will not be published.