রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তির সময় আগামী ৮ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ভর্তি কার্যক্রম পরবর্তী ১ম বর্ষের ক্লাস শুরু হবে ১ নভেম্বর থেকে।
গতকাল বুধবার (২৬ অক্টোবর) বিকেলে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা উপকমিটির সভা অনুষ্ঠিত হয়।
এতে ২০২১-২২ সেশনের প্রথম বর্ষের ভর্তি সময়সীমা আগামী ৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে৷ এছাড়া তাদের ওরিয়েন্টেশন নিজ নিজ বিভাগে আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হবে।
আরো পড়ুনঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দশমিক ভগ্নাংশে ইনকোর্স নম্বর, ক্ষোভ-অভিযোগ শিক্ষার্থীদের
উল্লেখ থাকে যে, গত ২৫ জুলাই ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় এবারের ভর্তি পরীক্ষা। পরে ২৬ জুলাই ‘এ’, ২৭ জুলাই ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ২ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তিন ইউনিটের ফল প্রকাশিত হয়। এতে ‘এ’ ইউনিটের পাসের হার ৫৪ দশমিক ৬০ শতাংশ, ‘বি’ ইউনিটের পাসের হার ৪২ দশমিক ৬৭ শতাংশ এবং ‘সি’ ইউনিটে পাস করেছে ৩৮ দশমিক ২৩ শতাংশ ভর্তীচ্ছু শিক্ষার্থী। গত ১ সেপ্টেম্বর থেকে মেধা অনুযায়ী তাদের ভর্তি কার্যক্রম শুরু হয়।
আরো পড়ুনঃ বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম তাজিনঃ তার মুখোমুখি বসে আমরা আজ…