বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ ‘স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন’র ২০২৩-২৪ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আবু বকর অন্তুকে সভাপতি ও আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তানজিমুল হককে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বুধবার (২৯ মার্চ) দুপুরে ১৪ সদস্যবিশিষ্ট একবছর মেয়াদি এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. শাহিন জোহরা ও সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি কে.এ.এম. সাকিব।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি (১) সোহানুর রহমান, সহ-সভাপতি (২) ফরহাদ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মনোরমা গুপ্তা শ্রাবণী, কোষাধ্যক্ষ সজীব মেহেদী, সাংগঠনিক সম্পাদক মো. নোমান সিদ্দীকি, দপ্তর সম্পাদক ফজলে রাব্বি মো. ফাহিম রেজা, প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক জি.কে.এম. মেশকাত চৌধুরী, তথ্য গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মারুফ হোসেন মিশন, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুমতা হেনা মীম, ক্রীড়া বিষয়ক সম্পাদক ফাহির আমিন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন শহীদুল ইসলাম সুমন ও ফৌজিয়া নৌরিন।