The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

রাবিতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত

রাবি প্রতিনিধি: স্বেচ্ছাসেবার মধ্যে দিয়ে মানুষের অর্থবহ অবদানের মাধ্যমে আরো বেশি সমন্বিত ও সমতাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্য নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবজাগরণ ফাউন্ডেশন আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন করেছে।

সোমবার (৫ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের করে। র‌্যালিটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বুদ্ধিজীবী চত্বরে শেষ হয়।

১৯৮৫ সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশন সর্বপ্রথম প্রতি বছর এই দিনে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন শুরু করে। দিবসটি উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি স্বেচ্ছাসেবীদের পক্ষে ও স্বেচ্ছাসেবীদের উন্নয়ন কর্মসূচিতে সংহত করার জন্য অংশীদারদের সাথে কাজ করে শান্তি ও উন্নয়নে অবদান রাখে।

এসময় উপস্থিত ছিলেন নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা মো. খালিদ হাসান, মো. রিফাত হোসেন, মো. আলী আশরাফ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন নবজাগরণ ফাউন্ডেশনের বর্তমান সভাপতি মো. রাসেল সরকার, সাধারণ সম্পাদক নুর জাহান দোলন, সহ-সভাপতি রওশন আলী, যুগ্ম -সম্পাদক গোলাম রাব্বী লিমন সাংগঠনিক সম্পাদক বায়েজিদ হোসেন এবং কমিটির অন্যান্য সদস্য এবং স্বেচ্ছাসেবকগন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.