রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষার জন্য নির্মাণ করা হচ্ছে ভেটেরিনারি টিচিং হাসপাতাল অ্যান্ড রিসার্স সেন্টার।
বিশ্ববিদ্যালয় কৃষি অনুষদ প্রাঙ্গণে প্রাথমিকভাবে ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এই হাসপাতাল। প্রায় ২৮ কাঠাজুড়ে পরিকল্পিত এই হাসপাতালের প্রথম পর্যায়ে ৭ কাঠার ওপর নির্মাণকাজ শুরু হয়েছে।
আজ রোববার (১১ ডিসেম্বর) দুপুর ১২টায় কৃষি অনুষদ ভবন চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এর নির্মাণকাজ উদ্বোধন করা হয়। নির্মানকাজ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
জানা যায়, এই হাসপাতাল ও সেন্টারের মাধ্যমে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থী ও গবেষকরা হাতে-কলমে শিক্ষা নিতে পারবেন। পাশাপাশি প্রাণী চিকিৎসার সুযোগসহ এমএস, এমফিল ও পিএইচডি গবেষকদের গবেষণার সুযোগ সৃষ্টি ও ডিভিএম কোর্সের শিক্ষার্থীরা ইন্টার্নশিপও করতে পারবেন।