The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫

যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব প্রাপ্তির পদ স্থগিত

ডেস্ক রিপোর্ট: উপজেলা কমিটি গঠন-সংক্রান্ত বিষয়ে সাংগঠনিক নীতিবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা কমিটির সদস্য সচিব জেসিনা মুর্শীদ প্রাপ্তির পদ সাময়িক স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি উপজেলা কমিটি গঠন-সংক্রান্ত সাংগঠনিক নীতিবহির্ভূত কিছু কর্মকাণ্ড তাদের নজরে পড়েছে। এজন্য জেসিনা মোর্শেদের পদ সাময়িক স্থগিত করা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে তদন্তের জন্য তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাকে কমিটির সদস্যদের সামনে তিন দিনের মধ্যে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা হলেন—কেন্দ্রীয় কমিটির আশরেফা থাতুন, ওয়াহিদুজ্জামান ও আকরাম হোসেন রাজ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহ্বায়ক রাশেদ খান বলেন, ‘কেন্দ্রীয় কমিটি যে সিদ্ধান্ত জানাবে, সেই সিদ্ধান্ত বাস্তবায়নে যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কাজ করবেন।’

এ বিষয়ে জেসিনার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বড় সংগঠন, জবাব তো দিতেই হবে, এটাই স্বাভাবিক।’

গত ২৬ নভেম্বর রাশেদ খানকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলার আহ্বায়ক ও জেসিনাকে সদস্য সচিব করে ১০১ সদস্যবিশিষ্ট যশোর জেলা কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। ৬ মাসের জন্য অনুমোদনপ্রাপ্ত কমিটি থেকে এক সপ্তাহের মধ্যে পদত্যাগ করেন ৬ জন।

ইউএনবি

You might also like
Leave A Reply

Your email address will not be published.