The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪

নেইমার দ্রুত মাঠে ফিরবে এটাই প্রত্যাশা ভক্তদের

ইসমাইল হোসেনঃ সুইসদের ১-০ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। জি গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ব্রাজিল। শেষ ষোলোর প্রস্তুতি এবার নিতে পারেন হলুদ জার্সিধারীরা। গ্রুপ পর্বে এ পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে ব্রাজিল। সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জয়ের পর সুইসদেরও হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

সার্বিয়ার বিপক্ষে  জয়, সুইসদের বিরুদ্ধে জয়। জয়ের ধারাবহিকতা তথা বিশ্বকাপের শুরুটা দারুণ হলেও স্বস্তিতে নেই ব্রাজিল। ইনজুরির কারণে দলের সেরা তারকা নেইমারই যে মাঠের বাইরে। দ্বিতীয় ম্যাচে সুইচদের বিরুদ্ধে তারকা খেলওয়ার নেইমারকে ছাড়াই ব্রাজিলকে মাঠে নামতে হয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদনে বলা হয়েছে, নেইমারকে দ্রুত সাড়িয়ে তুলতে নাসার প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

সার্বিয়ার ম্যাচেই কড়া ট্যাকলের শিকার হয়ে ডান পায়ের গোড়ালি মচকে গেছে নেইমারের। তবে নক-আউট পর্বের ম্যাচে নেইমারকে ফিরে পেতে মরিয়া ব্রাজিল। সে জন্য নেইমার নিজে এবং ব্রাজিল দলের চিকিৎসকরা সব চেষ্টাই করছেন। মার্কার প্রতিবেদনে নেইমারের ইনজুরি সাড়তে নাসার প্রযুক্তি ব্যবহারের বিষয়টি উঠে এসেছে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার (ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন) এই বিশেষ প্রযুক্তির নাম ‘কমপ্রেশন বুট’। এই বিশেষ বুট পায়ের চোট নিরাময় দ্রুত ত্বরান্বিত করে। এতে রয়েছে তিনটি ভিন্ন ম্যাসেজ প্রক্রিয়া যা পায়ের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং মাংসপেশী এবং হাড়ের বিভিন্ন সমস্যা দ্রুত সারিয়ে তুলতে সাহায্য করে।

মার্কা জানিয়েছে, নেইমারের জন্য এই বিশেষ বুট ব্যবহার করা হচ্ছে। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক লম্বা স্ট্যাটাস দিয়েছিলেন নেইমার। যাতে নিজের চোট পাওয়া পায়ের কয়েকটা ছবিও পোস্ট করেছিলেন। ছবিতে নেইমারকে এক বিশেষ ধরনের বুট পরে থাকতে দেখা গেছে। মার্কার দাবি, সেটাই নাসার বিশেষ প্রযুক্তি।

চিকিৎসা প্রযুক্তি প্রতিষ্ঠান ‘নর্মা টেক’ দাবি করেছে, নতুন প্রজন্মের ‘কমপ্রেশন বুট’ সব অ্যাথলেটদের দ্রুত চোট কাটিয়ে উঠতে সহায়তা করে। পেশাদার অ্যাথলেটদের কাছে এই প্রযুক্তি বেশ জনপ্রিয় এবং কার্যকর।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. নেইমার দ্রুত মাঠে ফিরবে এটাই প্রত্যাশা ভক্তদের

নেইমার দ্রুত মাঠে ফিরবে এটাই প্রত্যাশা ভক্তদের

ইসমাইল হোসেনঃ সুইসদের ১-০ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। জি গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ব্রাজিল। শেষ ষোলোর প্রস্তুতি এবার নিতে পারেন হলুদ জার্সিধারীরা। গ্রুপ পর্বে এ পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে ব্রাজিল। সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জয়ের পর সুইসদেরও হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

সার্বিয়ার বিপক্ষে  জয়, সুইসদের বিরুদ্ধে জয়। জয়ের ধারাবহিকতা তথা বিশ্বকাপের শুরুটা দারুণ হলেও স্বস্তিতে নেই ব্রাজিল। ইনজুরির কারণে দলের সেরা তারকা নেইমারই যে মাঠের বাইরে। দ্বিতীয় ম্যাচে সুইচদের বিরুদ্ধে তারকা খেলওয়ার নেইমারকে ছাড়াই ব্রাজিলকে মাঠে নামতে হয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদনে বলা হয়েছে, নেইমারকে দ্রুত সাড়িয়ে তুলতে নাসার প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

সার্বিয়ার ম্যাচেই কড়া ট্যাকলের শিকার হয়ে ডান পায়ের গোড়ালি মচকে গেছে নেইমারের। তবে নক-আউট পর্বের ম্যাচে নেইমারকে ফিরে পেতে মরিয়া ব্রাজিল। সে জন্য নেইমার নিজে এবং ব্রাজিল দলের চিকিৎসকরা সব চেষ্টাই করছেন। মার্কার প্রতিবেদনে নেইমারের ইনজুরি সাড়তে নাসার প্রযুক্তি ব্যবহারের বিষয়টি উঠে এসেছে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার (ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন) এই বিশেষ প্রযুক্তির নাম 'কমপ্রেশন বুট'। এই বিশেষ বুট পায়ের চোট নিরাময় দ্রুত ত্বরান্বিত করে। এতে রয়েছে তিনটি ভিন্ন ম্যাসেজ প্রক্রিয়া যা পায়ের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং মাংসপেশী এবং হাড়ের বিভিন্ন সমস্যা দ্রুত সারিয়ে তুলতে সাহায্য করে।

মার্কা জানিয়েছে, নেইমারের জন্য এই বিশেষ বুট ব্যবহার করা হচ্ছে। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক লম্বা স্ট্যাটাস দিয়েছিলেন নেইমার। যাতে নিজের চোট পাওয়া পায়ের কয়েকটা ছবিও পোস্ট করেছিলেন। ছবিতে নেইমারকে এক বিশেষ ধরনের বুট পরে থাকতে দেখা গেছে। মার্কার দাবি, সেটাই নাসার বিশেষ প্রযুক্তি।

চিকিৎসা প্রযুক্তি প্রতিষ্ঠান 'নর্মা টেক' দাবি করেছে, নতুন প্রজন্মের 'কমপ্রেশন বুট' সব অ্যাথলেটদের দ্রুত চোট কাটিয়ে উঠতে সহায়তা করে। পেশাদার অ্যাথলেটদের কাছে এই প্রযুক্তি বেশ জনপ্রিয় এবং কার্যকর।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন