The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক এমপি কাদের খান মা-রা গেছেন

ডেস্ক রিপোর্ট: গাইবান্ধা-১ আসনের সাবেক সংসদ সদস্য কর্ণেল (অব.) আব্দুল কাদের খান মারা গেছেন। রোববার (১৯ জানুয়ারি) ভোরে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কাদের খানের ছেলে ডা. সামিন খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্রেন স্ট্রোক ছাড়াও নানা রোগে ভুগছিলেন তার বাবা। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বুঝে পেলে জানাজা ও মরদেহ দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

গত বছরের জুলাইয়ে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ব্রেন স্ট্রোক করেন কাদের খান। পরে কয়েক দফায় কারাগার থেকে তাকে পিজি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে গত বছরের ১৪ অক্টোবর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে পিজি হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে খুন হন নিহত হন আওয়ামী লীগের তৎকালীন সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। এই হত্যা মামলায় ২০১৭ সালে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে কারাগারেই ছিলেন তিনি। পরে ২০১৯ সালে সাবেক এমপি আব্দুল কাদের খানসহ সাতজনকে মৃত্যুদণ্ড দেয় আদালত।

উল্লেখ্য, আব্দুল কাদের খান গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ২০০৮ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট থেকে জাতীয় পার্টির প্রার্থী হয়ে এমপি হয়েছিলেন। তিনি সেনা কর্মকর্তা ও পেশায় একজন চিকিৎসক ছিলেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.