The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

মাভাবিপ্রবির সাথে বিডিরেন ‘ক্যাম্পাস নেটওয়ার্ক মেইনটেন্যান্স সার্ভিস’ বিষয়ক চুক্তি স্বাক্ষরিত

মাভাবিপ্রবি প্রতিনিধিঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন) এর যৌথ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে পরবর্তী এক বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের সাথে Bangladesh Research and Education Network (BdREN) এর দুটি যৌথ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

স্বাক্ষরিত চুক্তি-

১. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ক্যাম্পাস নেটওয়ার্ক রক্ষাণবেক্ষণ পরিসেবার চুক্তি।

২. ২০২৩-২৪ অর্থ বছরে ইন্টারনেটসহ অন্যান্য সেবাসমূহ ব্যবহারের চুক্তি।

মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. ফরহাদ হোসেন এর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তি দু’টিতে স্বাক্ষর করেন মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এবং বিডিরেন এর পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ তৌরিত।

এ সময় বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ.আর.এম সোলাইমান, আইসিটি সেল এর পরিচালক অধ্যাপক ড. মনির মোর্শেদ, শিক্ষার্থী কল্যাণ ও পরমর্শ দান কেন্দ্র এর পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শহীন উদ্দিন, ইঞ্জিনিয়ারিং অনুষদ এর ডিন অধ্যাপক ড. মো. ইকবাল মাহমুদ, জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তর-এর অফিস প্রধান অধ্যাপক ড. মোঃ আজিজুল হক ও আইসিটি সেল এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.