The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪

মাভাবিপ্রবিতে  সিএ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মাভাবিপ্রবি প্রতিনিধি: টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) হিসাববিজ্ঞান বিভাগের আয়োজনে সিএ প্রফেশন অ্যাজ এ ক্যারিয়ার চয়েজ দ্য ফিউচার অফ একাউন্টস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১লা ডিসেম্বর) সকাল ১১টা থেকে ক্যাম্পাসের তৃতীয় একাডেমিক ভবনের সেমিনার কক্ষে জমকালো আয়োজনে এই অনুষ্ঠান শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. কানিজ মরিয়ম আক্তার।
উক্ত সেমিনারে দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সেমিনারে বক্তারা, চার্টার্ড একাউন্টে ক্যারিয়ার গড়ার বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

গেস্ট স্পিকার হিসেবে ছিলেন হোসেন ফরহাদ এন্ড কো: এর ম্যানেজিং পার্টনার এফসিএ মো: ফরহাদ হোসেন, হোসেন ফরহাদ এন্ড কো: এর পার্টনার এফসিএ আসিফুর রহমান, এফসিএ মো: মাসুদ হোসাইন এবং এফসিএ একেএম ফজলুল হক।

সেমিনারে এফসিএ ফরহান হোসেন টাইম ম্যানেজমেন্ট বিষয় আলোচনা করার পাশাপাশি বলেন, ” আমাদের কিছু মনে রাখার প্রয়োজন নাই কিন্তু পরিক্ষা পাশ করতে মনে রাখতে হবে। তাই পড়ার সময় তোমরা একটা নোট নাও দেখবে পরে পড়ার সময় তোমাদের সহজে মনে পরবে। টাইম ম্যানেজমেন্ট এর জন্য আগে উদেশ্য ঠিক করতে হবে। যারা সময়ের সঠিক ব্যবহার করবে তারা সফল হবে।”

আসিফুর রহমান বলেন, “একাউন্টটিং প্রেফেশনের ভবিষ্যৎ কি? অনেক পেশা ছিল কিন্তু এখন নাই। ক্যারিয়ার গঠনের জন্য সিএ একটা অন্যতম মাধ্যম। দুই-তিন বছরের সামান্য পরিশ্রম করে আগামী ত্রিশ-চল্লিশ বছরের প্রফেশন নিশ্চিত করা সম্ভব। সিএ পূর্বের ন্যায় মিথ নয় বরং অনেকেই আছেন খুব অল্প সময়েই সিএ পাশ করছেন এখন। শিক্ষার্থীদের ভয় একটাই অনেক সময় লাগে, অনেক কষ্ট করতে হয়। কিন্তু সময় পরিবর্তন হয়েছে এখন মাত্র তিন থেকে চার বছরের একজন শিক্ষার্থী সিএ প্রফেশনাল হয়ে উঠেন।”

সেমিনারে মো. মাসুদ হোসাইন বলেন, “সিএ এমন একটা বিষয় যেটা একই সময়ে পড়াশোনা ও পেশা। প্রাথমিক পড়াশোনা একটু জটিল মনে হলেও অল্প সময়েই কাজের মাধ্যমে যে দক্ষতা তৈরি হয় যা সহজেই একজন শিক্ষার্থীকে যোগ্য করে তুলে।তিনি আরো বলেন, সিএ তে তেমন বেতন কাঠামো নেই কারণ এখানে বেতন ভাতা অনেক বেশি যা প্রথম শ্রেণির কোনো চাকুরি থেকেও বেশি। দেশে চাহিদার তুলনায় কম সংখ্যক সিএ প্রফেশনাল রয়েছে তাই বলা যায় আপনি সিএ করতে আসলে আপনার চাকুরীর নিশ্চয়তা তৈরি হয়।”

হিসাব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক রেশমা পারভিন রিমা বলেন, “একাডেমিক পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের পথ দেখানোও শিক্ষকদের দায়িত্ব। সেই দায়িত্ব থেকেই আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মক্ষেত্র সম্পর্কে ধারণা প্রদান করতে বিভাগের পক্ষ থেকে আমাদের এই প্রচেষ্টা। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চার্টার্ড একাউন্টেন্সি পেশায় যুক্ত হওয়ার জন্য উদ্ভুদ্ধ করছি।”

উক্ত সেমিনারের আহ্বায়ক হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তন্ময় বিশ্বাস বলেন, “আমরা দেখছি শিক্ষার্থীরা শিখতে চায়, জানতে চায়। পাশাপাশি নিজেরা ভবিষ্যতে কোথায় নিজেদের ক্যারিয়ার গড়ে তুলবে সে বিষয়ে চিন্তিত। শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা প্রদানেই আমাদের এই উদ্যোগ।”

You might also like
Leave A Reply

Your email address will not be published.