আগামী বৃহস্পতিবার (২৫ মে) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড তাদের পূর্বঘোষিত উচ্চতর গণিত (তত্ত্বীয়) পরীক্ষা স্থগিত করেছে। অনিবার্য কারণের কথা উল্লেখ করে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই স্থগিতের কথা জানিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। ২৫ মের পরীক্ষার নতুন তারিখের সাথে ঘূণিঝড় মোখার কারণে স্থগিত পরীক্ষারও নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে ২০২৩ সালের দাখিল পরীক্ষার বৃহস্পতিবারের অনুষ্ঠিতব্য উচ্চতর গণিত (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা একযোগে দেশের সকল কেন্দ্রে স্থগিত করা হলো। এছাড়া পূর্বে স্থগিতকৃত ১৪ মে এর স্থগিত হওয়া পরীক্ষা আগামী ২৭ মে শনিবার এবং ২৫ মে এর স্থগিত হওয়া পরীক্ষা ২৮ মে রোববার অনুষ্ঠিত হবে৷ পরীক্ষা সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে৷
এছাড়া ব্যবহারিক পরীক্ষারও পরিবর্তিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী সকল বিষয়ের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা আগামী ২৯ মে ২০২৩ সোমবার থেকে (৪ জুন ২০২৩) রোববার পর্যন্ত তারিখের মধ্যে অবশ্যই সম্পন্ন করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়।
এছাড়া ৫ জুনের মধ্যে প্রিন্ট কপি এবং ব্যবহারিক উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে বোর্ডের দাখিল শাখায় হাতে হাতে জমা দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রত্যেক পরীক্ষর্থীকে নিজ নিজ ব্যবহারিক পরীক্ষার জন্য শুধুমাত্র ব্যবহারিক উত্তরপত্র ব্যবহার করতে হবে। কোনো ক্রমেই তত্ত্বীয় পরীক্ষার মূল উত্তরপত্র ব্যবহার করা যাবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়৷