The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪

গুচ্ছ ভর্তি পরীক্ষায় ইবিতে থাকবে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগামীকাল ২০ মে শনিবার থেকে ‘বি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হতে হচ্ছে ২০২২-২৩ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা। এই পরীক্ষাকে সুষ্ঠু ভাবে পরিচালনা করতে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ভর্তি পরীক্ষাকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আনসার, পুলিশ, র‍্যাব, গোয়েন্দা সংস্থার সদস্যরা সহ বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি এবং রোভার স্কাউট নিয়োজিত থাকবে। এদিন পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মেইনগেট বন্ধ থাকবে। পরীক্ষার্থী ছাড়া এ গেট দিয়ে কেউ ঢুকতে পারবে না।

ক্যাম্পাসে এদিন কোনো রকমের যানবাহন চলবে না। কর্মকর্তা-কর্মচারীদের বাইকগুলোর জন্য ডরমেটরি গেটে পার্কিংয়ের ব্যবস্থা করা হবে সেখানে আমাদের আনসার সদস্যরা থাকবে। যদি ছাত্র সংগঠন গুলো চায় দেরীতে আসা শিক্ষার্থীদের সহায়তা প্রদান করতে তবে আমরা তাদের দিকনির্দেশনা দেবো যেনো এলোমেলো ভাবে ক্যাম্পাসে যানবহন চলাচল করতে না পারে। ইতোমধ্যে তাদেরকে বলা হয়েছে পরীক্ষার্থীকে পৌছাতে শুধু একটা বাইক যাবে সাথে কোনো প্রকার শো ডাউন চলবে না। দূর-দূরান্ত থেকে আসা গাড়ি গুলো পার্শবর্তী বাজারে নিয়ে রাখতে হবে। পর্যাপ্ত ট্রাফিক পুলিশ থাকবে যেনো মহাসড়কে কোনো যানজটের সৃষ্টি না হয়।

তিনি আরও বলেন, এদিন পরীক্ষা শুরু হবার এক ঘণ্টা আগে শিক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। তবে রুম খোলা হবে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে।

প্রত্যেক শিক্ষার্থীকে চেকিংয়ের মাধ্যমে হলে ঢুকানো হবে যাতে কেউ কোনো ডিভাইস নিয়ে প্রবেশ করতে না পারে। এসময় কোনো স্বজনপ্রীতির সুযোগ দেওয়া হবে না। ঠিক ১২ টায় পরীক্ষা শুরু হওয়ার ১০ মিনিট পর ভবনগুলো তালা দিয়ে দেওয়া হবে। এসময় কেউ পরীক্ষা রুমগুলোতে ঢুকতে পারবে না এবং বের হতে পারবে না। থানা গেটে অবিভাবকদের জন্য ছাউনির ব্যবস্থা করা হবে। সেই সাথে আমাদের প্রক্টরিয়াল বডির সদস্যরা সবসময় ক্যাম্পাসে নজরদারি রাখবেন।

উল্লেখ্য, আগামীকাল অনুষ্ঠিতব্য ‘বি’ ইউনিটের পরীক্ষায় ইবি কেন্দ্রে মোট ৬ হাজার ৮৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়া ভবন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ভবন, অনুষদ ভবন, রবীন্দ্র-নজরুল কলা ভবন, ব্যবসায় প্রশাসন ভবন এবং মীর মোশাররফ হোসেন ভবনসহ ৬ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. পরীক্ষা ও ফালাফল
  3. গুচ্ছ ভর্তি পরীক্ষায় ইবিতে থাকবে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা

গুচ্ছ ভর্তি পরীক্ষায় ইবিতে থাকবে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগামীকাল ২০ মে শনিবার থেকে 'বি' ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হতে হচ্ছে ২০২২-২৩ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা। এই পরীক্ষাকে সুষ্ঠু ভাবে পরিচালনা করতে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ভর্তি পরীক্ষাকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আনসার, পুলিশ, র‍্যাব, গোয়েন্দা সংস্থার সদস্যরা সহ বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি এবং রোভার স্কাউট নিয়োজিত থাকবে। এদিন পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মেইনগেট বন্ধ থাকবে। পরীক্ষার্থী ছাড়া এ গেট দিয়ে কেউ ঢুকতে পারবে না।

ক্যাম্পাসে এদিন কোনো রকমের যানবাহন চলবে না। কর্মকর্তা-কর্মচারীদের বাইকগুলোর জন্য ডরমেটরি গেটে পার্কিংয়ের ব্যবস্থা করা হবে সেখানে আমাদের আনসার সদস্যরা থাকবে। যদি ছাত্র সংগঠন গুলো চায় দেরীতে আসা শিক্ষার্থীদের সহায়তা প্রদান করতে তবে আমরা তাদের দিকনির্দেশনা দেবো যেনো এলোমেলো ভাবে ক্যাম্পাসে যানবহন চলাচল করতে না পারে। ইতোমধ্যে তাদেরকে বলা হয়েছে পরীক্ষার্থীকে পৌছাতে শুধু একটা বাইক যাবে সাথে কোনো প্রকার শো ডাউন চলবে না। দূর-দূরান্ত থেকে আসা গাড়ি গুলো পার্শবর্তী বাজারে নিয়ে রাখতে হবে। পর্যাপ্ত ট্রাফিক পুলিশ থাকবে যেনো মহাসড়কে কোনো যানজটের সৃষ্টি না হয়।

তিনি আরও বলেন, এদিন পরীক্ষা শুরু হবার এক ঘণ্টা আগে শিক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। তবে রুম খোলা হবে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে।

প্রত্যেক শিক্ষার্থীকে চেকিংয়ের মাধ্যমে হলে ঢুকানো হবে যাতে কেউ কোনো ডিভাইস নিয়ে প্রবেশ করতে না পারে। এসময় কোনো স্বজনপ্রীতির সুযোগ দেওয়া হবে না। ঠিক ১২ টায় পরীক্ষা শুরু হওয়ার ১০ মিনিট পর ভবনগুলো তালা দিয়ে দেওয়া হবে। এসময় কেউ পরীক্ষা রুমগুলোতে ঢুকতে পারবে না এবং বের হতে পারবে না। থানা গেটে অবিভাবকদের জন্য ছাউনির ব্যবস্থা করা হবে। সেই সাথে আমাদের প্রক্টরিয়াল বডির সদস্যরা সবসময় ক্যাম্পাসে নজরদারি রাখবেন।

উল্লেখ্য, আগামীকাল অনুষ্ঠিতব্য ‘বি’ ইউনিটের পরীক্ষায় ইবি কেন্দ্রে মোট ৬ হাজার ৮৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়া ভবন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ভবন, অনুষদ ভবন, রবীন্দ্র-নজরুল কলা ভবন, ব্যবসায় প্রশাসন ভবন এবং মীর মোশাররফ হোসেন ভবনসহ ৬ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন