The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
সোমবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫

ভারতে ফুটপাতে গাইলেন এড শিরান, না চিনে থামিয়ে দিল পুলিশ

ডেস্ক রিপোর্ট: ভক্তদের সারপ্রাইজ দিতে গান শোনাতে ভারতের রাস্তায় নামেন বিশ্বখ্যাত পপস্টার এড শিরান। গায়কের গান শুনে শ্রোতামহল মুগ্ধ হলেও স্থানীয় পুলিশদের মুগ্ধ করতে ব্যর্থ হন সংগীতশিল্পী।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, এ মুহূর্তে বেঙ্গালুরুতে অবস্থান করছেন শিরান। সেখানকার ভক্তদের সারপ্রাইজ দিতে চার্চ স্ট্রিটে শুরু করেন জ্যামিং সেশন।

গানের তালে যখন সবাই বিভোর ঠিক সে মুহূর্তে স্থানীয় এক পুলিশ এসে ঘটান এক অদ্ভুত কাণ্ড। রাস্তায় মাইক নিয়ে গান গেয়ে ভক্তদের জড়ো করে জ্যাম তৈরি করায় শিরানের পারফরম্যান্স বন্ধ করে দেন ওই পুলিশ।

নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে সে মুহূর্ত। যে ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে, পুলিশের এমন কাণ্ডে বিব্রত এবং কিছুটা বিরক্ত শিরান।

এদিকে পুলিশের এমন কাণ্ডে অন্তর্জালে ক্ষোভ প্রকাশ করেছেন শিরানের ভক্তরা। সোশ্যাল মিডিয়াও নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেছেন এমন ঘটনায়।

গত বছর ভারতে কনসার্ট করে ভক্তদের মাতান এড শিরান। গতবারের মতো এবারও ভারতীয় ভক্তদের মাতাতে ভারতে অবস্থান করছেন। ৫ ফেব্রুয়ারি চেন্নাইয়ের কনসার্ট শেষ করে ৮ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে জমান গানের আসর।

আগামী ১২ ফেব্রুয়ারি শিলং এবং ১৫ ফেব্রুয়ারি দিল্লিতে কনসার্ট করে ভারত সফর শেষ করবেন ‘পারফেক্ট’ খ্যাত এ ব্রিটিশ গায়ক।

You might also like
Leave A Reply

Your email address will not be published.