২০২১-২২ শিক্ষাবর্ষে দ্বিতীয়বারের মত ভর্তি পরীক্ষা আয়োজন করতে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির প্রথম সভা জগন্নাথ বিশ্ববদ্যিালয়ে শুরু হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) সকাল থেকে শুরু হওয়া এ সভা দুপুর ২টায় শেষ হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণের পরিচালক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সভায় গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববদ্যিালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হকের সভাপতিত্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অংশ নিয়েছেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হচ্ছে।
সভা সূত্রে জানা গেছে, প্রথমবারের ত্রুটি-বিচ্যুতি সমাধানে এ সভায় উপাচার্যরা মতামত দিচ্ছেন। ভর্তি পরীক্ষা আয়োজনে টেকনিক্যাল বিষয়গুলোও এ সভায় আলোচনা হবে। এছাড়া এতে গুচ্ছের সকল সুবিধা-অসুবিধা নিয়েও আলোচনা হবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সভা শেষে জানানো হবে।
এর আগে, ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথমবারের মত সমন্বিত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ শিক্ষাবর্ষে কয়েকটি বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষা সমাপ্ত ঘোষণা করলেও ফাঁকা থেকে গেছে আসন। এছাড়া বড় একটি অংশ এখনো ভর্তি কার্যক্রম শেষ করতে পারেনি। এছাড়া প্রথমবারের ভর্তি পরীক্ষা আয়োজন নিয়ে সমালোচিত হয়েছে এ পদ্ধতি।
২০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।