The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচিতি সভায় পদবঞ্চিতদের হামলা, আহত ৫

ডেস্ক রিপোর্ট: সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পদবঞ্চিত শিক্ষার্থীদের একটি অংশ সংঘর্ষে জড়িয়ে পড়েন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে জেলা শিল্পকলা একাডেমির হল রুমে নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। যার ফলে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে শিক্ষার্থীরা শিল্পকলা প্রাঙ্গণে একত্রিত হন। ঠিক সেই মুহূর্তে পদবঞ্চিত শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পদবঞ্চিত শিক্ষার্থী তানভীর বলেন, মূল শিক্ষার্থীদের বাদ দিয়ে কমিটি গঠন করা হয়েছে। এটা সত্যি দুঃখ জনক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জের আহ্বায়ক ইমন বলেন, কমিটি গঠন নিয়ে কোনো অভিযোগ থাকলে তারা কেন্দ্রে যোগাযোগ করুক। সেটা না করে শান্তিপ্রিয় সভায় পদবঞ্চিত শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, কমিটি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মাঝে দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.