The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে প্রথম মেহরাজ হোসাইন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।

প্রকাশিত ফল অনুযায়ী, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা ইউনিটে প্রথম হয়েছেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী মেহরাজ হোসাইন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন । মেহরাজ হোসাইন ভর্তি পরীক্ষায় পেয়েছেন  ৮৫ দশমিক ৭৫ এবং তার সর্বমোট প্রাপ্ত নম্বর ১০৫ দশমিক ৫৩। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন এই শিক্ষার্থী।

ব্যবসায় শিক্ষা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে এ বছর পাসের হার ১১.৮৪ এবং মোট পাস করেছে ৪৫২৬ জন। বাকি ৮৮.১৬ শতাংশ শিক্ষার্থী ফেল করেছেন।

ব্যবসায় শিক্ষা ইউনিটে বিজ্ঞান শাখা থেকে ৯৫ দশমিক ২৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন আদমী ক্যান্টনমেন্ট কলেজেরই আরেক শিক্ষার্থী আব্দুল্লাহ ইবনে মাসউদ।

অন্যদিকে মানবিক শাখা থেকে ৯৮ দশমিক ৯১ নম্বর পেয়ে প্রথম হয়েছেন লাল মিয়া সিটি কলেজের শিক্ষার্থী মো. জিলহাজ শেখ।

এ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন মোট ৩৮ হাজার ২৩৫ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে পাশ করেছেন ৫৭৭ জন, মানবিক বিভাগে ৬৩২ জন এবং ব্যবসায় শিক্ষা অনুষদে ৩ হাজার ৩১৭ জন।

ব্যবসায় শাখা ইউনিটে সর্বমোট আসন সংখ্যা এক হাজার ৫০টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ৯৫টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৫টি এবং ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য ৯৩০টি আসন বরাদ্দ রয়েছে।

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষা শুরু ১৭ আগস্ট, রুটিন প্রকাশ

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. উদ্যোক্তা ও সফলতার গল্প
  3. ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে প্রথম মেহরাজ হোসাইন

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে প্রথম মেহরাজ হোসাইন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।

প্রকাশিত ফল অনুযায়ী, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা ইউনিটে প্রথম হয়েছেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী মেহরাজ হোসাইন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন । মেহরাজ হোসাইন ভর্তি পরীক্ষায় পেয়েছেন  ৮৫ দশমিক ৭৫ এবং তার সর্বমোট প্রাপ্ত নম্বর ১০৫ দশমিক ৫৩। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন এই শিক্ষার্থী।

ব্যবসায় শিক্ষা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে এ বছর পাসের হার ১১.৮৪ এবং মোট পাস করেছে ৪৫২৬ জন। বাকি ৮৮.১৬ শতাংশ শিক্ষার্থী ফেল করেছেন।

ব্যবসায় শিক্ষা ইউনিটে বিজ্ঞান শাখা থেকে ৯৫ দশমিক ২৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন আদমী ক্যান্টনমেন্ট কলেজেরই আরেক শিক্ষার্থী আব্দুল্লাহ ইবনে মাসউদ।

অন্যদিকে মানবিক শাখা থেকে ৯৮ দশমিক ৯১ নম্বর পেয়ে প্রথম হয়েছেন লাল মিয়া সিটি কলেজের শিক্ষার্থী মো. জিলহাজ শেখ।

এ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন মোট ৩৮ হাজার ২৩৫ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে পাশ করেছেন ৫৭৭ জন, মানবিক বিভাগে ৬৩২ জন এবং ব্যবসায় শিক্ষা অনুষদে ৩ হাজার ৩১৭ জন।

ব্যবসায় শাখা ইউনিটে সর্বমোট আসন সংখ্যা এক হাজার ৫০টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ৯৫টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৫টি এবং ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য ৯৩০টি আসন বরাদ্দ রয়েছে।

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষা শুরু ১৭ আগস্ট, রুটিন প্রকাশ

পাঠকের পছন্দ

মন্তব্য করুন