ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মরণব্যাধি নিরাময় ফাউন্ডেশন ‘ফ্যাটাল ডিজিজ রিকোভারি ফাউন্ডেশন’ (এফডিআরএফ) এর নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন হোসাইন মোহাম্মদ বুলবুল এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাকির হোসেন। শনিবার (২১ জানুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬ নং কক্ষে এই কমিটি ঘোষণা করা হয়।
৪৬ সদস্যবিশিষ্ট এই কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মুতাসিম বিল্লাহ পাপ্পু, শাহেদ আহমেদ, সানজিদা অন্তরা চৌধুরী, মৃদুল হাসান রাব্বী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, হানিফ হোসাইন, মামুন অর রশিদ, তন্ময় হাফিজ। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. কামাল হোসেন, নাইমুল ইসলাম জয়সহ মোট নয় জন, দপ্তর সম্পাদক সাফফাত হোসেন শিশির, অর্থ সম্পাদক পদে ৪জন, উপ-দপ্তর সম্পাদক ৪জন, প্রচার সম্পাদক ১জন, উপ-প্রচার সম্পাদক ৩জন, আইটি সম্পাদক এবং উপ-আইটি সম্পাদক পদে একজনের নাম ঘোষণা করা হয়। এছাড়াও কমিটিতে কার্যনির্বাহি সদস্য হিসেবে ১২ জনের নাম ঘোষণা করা হয়।
সংগঠনটির প্রধান উপদেষ্টা ও আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডলের সভাপতিত্বে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. সেলিম রেজা, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. সাজ্জাদ হোসেনসহ উপদেষ্টামন্ডলীর অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এসময় উপদেষ্টামণ্ডলীর অনুমোদনক্রমে সংগঠনটির উপদেষ্টা ও কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান।
এসময় অধ্যাপক ড. শাহজাহান মন্ডল বলেন, আমাদের অসহায় যারা আছেন তাদের সাধ্য মতো সহযোগিতা করেছি। যারা অসুস্থ আছেন তারা সহযোগিতার জন্যে আবেদন করবে পারেন। এখানে লজ্জিত হওয়ার কোনো কারণ নেই। কাউকে বিনা চিকিৎসায় মরতে দিবোনা। আমাদেরকে সব সময় পাশে পাবেন।
উল্লেখ্য, ২০১৬ সালে প্রায় সাড়ে ছয় হাজার শিক্ষক-শিক্ষার্থীর সাক্ষর নিয়ে তৎকালীন উপাচার্যের নিকট শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় বহনের জন্য এফডিআরএফ তহবিল গঠনের জন্য আবেদন জানায়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ২৩৫তম সিন্ডিকেট সভায় তহবিল পাশ হয়। পরে ২০১৮ সালের ২১ অক্টোবর এফডিআরএফ এর যাত্রা শুরু হয়।