The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪

ইবিতে বুননের আয়োজনে হিম উৎসব

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মতো পালিত হলো হিম উৎসব। নানা আয়োজনের মাধ্যমে রোববার (২২ জানুয়ারি) উৎসবটি শেষ হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন ‘বুনন’ এর সদস্যরা দুই দিনব্যাপী উৎসবের আয়োজনে করে।

দুই দিনব্যাপী আয়োজনে ছিল উড়োচিঠি, দোলনা, খড়কুটোর কুঁড়েঘর, আলোকচিত্র প্রদর্শনী, গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাটিম খেলা, পিঠাপুলি, মারবেল খেলা, বল নিক্ষেপসহ আরও বেশ কিছু কর্মসূচি। সবশেষ ক্যাম্প-ফায়ার ও গান আড্ডার মাধ্যমে হিম উৎসব পালিত হয়।

সংগঠন সূত্রে জানা যায়, এএনএইচ গ্রুপের পণ্য ‘রে গ্লিসারিন’ এর সহযোগিতায় লোকজ সংস্কৃতিকে তুলে ধরতে এ আয়োজন করেছে বুনন। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের সামনে পুকুর সংলগ্ন বটতলার পরিত্যক্ত স্থানকে পরিচ্ছন্ন ও সৌন্দর্য্য বর্ধনের মাধ্যমে হিম উৎসবটি শুরু হয়। এছাড়াও উৎসব থেকে প্রাপ্ত অর্থ দিয়ে অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করা হবে।

উল্লেখ্য, ‘রং তুলিতে স্বপ্ন বুনি’ স্লোগানে ২০১৬ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় শিল্প সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী এই সংগঠন ‘বুনন’। প্রতিষ্ঠা লাভের পর থেকেই বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী এলাকায় নানা জনকল্যাণমূলক কর্মকাণ্ড করে আসছে সংগঠনটি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. ক্যাম্পাস
  3. ইবিতে বুননের আয়োজনে হিম উৎসব

ইবিতে বুননের আয়োজনে হিম উৎসব

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মতো পালিত হলো হিম উৎসব। নানা আয়োজনের মাধ্যমে রোববার (২২ জানুয়ারি) উৎসবটি শেষ হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন ‘বুনন’ এর সদস্যরা দুই দিনব্যাপী উৎসবের আয়োজনে করে।

দুই দিনব্যাপী আয়োজনে ছিল উড়োচিঠি, দোলনা, খড়কুটোর কুঁড়েঘর, আলোকচিত্র প্রদর্শনী, গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাটিম খেলা, পিঠাপুলি, মারবেল খেলা, বল নিক্ষেপসহ আরও বেশ কিছু কর্মসূচি। সবশেষ ক্যাম্প-ফায়ার ও গান আড্ডার মাধ্যমে হিম উৎসব পালিত হয়।

সংগঠন সূত্রে জানা যায়, এএনএইচ গ্রুপের পণ্য ‘রে গ্লিসারিন’ এর সহযোগিতায় লোকজ সংস্কৃতিকে তুলে ধরতে এ আয়োজন করেছে বুনন। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের সামনে পুকুর সংলগ্ন বটতলার পরিত্যক্ত স্থানকে পরিচ্ছন্ন ও সৌন্দর্য্য বর্ধনের মাধ্যমে হিম উৎসবটি শুরু হয়। এছাড়াও উৎসব থেকে প্রাপ্ত অর্থ দিয়ে অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করা হবে।

উল্লেখ্য, ‘রং তুলিতে স্বপ্ন বুনি’ স্লোগানে ২০১৬ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় শিল্প সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী এই সংগঠন ‘বুনন’। প্রতিষ্ঠা লাভের পর থেকেই বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী এলাকায় নানা জনকল্যাণমূলক কর্মকাণ্ড করে আসছে সংগঠনটি।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন