ডেস্ক রিপোর্ট: অন্তিম পর্বে আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। বাকি শুধুই শিরোপা নির্ধারণী ম্যাচ। ফাইনালের আগের দিন ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন আনলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল আগামীকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়। এক ঘণ্টা এগিয়ে ম্যাচটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।