The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫

বিচার চাইতে গেলে সকল অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীকে রাখতে হবে: আসিফ নজরুল

ডেস্ক রিপোর্ট: বিচার চাইতে গেলে বিচারের সকল অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীকে রাখতে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, আমাদের সামর্থ্যের সীমাবদ্ধতা আছে।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে নগরভবনে ঢাকা বিভাগে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। এখানে আমার কিছু করার নেই। যখন পুলিশ চার্জশিট দেয় তখন তা আমার আওতায় আসে। স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে আরও ভালো উত্তর পাওয়া যাবে বলে জানান তিনি। সেখানে আইজিপি, এটর্নি জেনারেলকে রাখার কথাও জানান। এ সময় সারজিস আলমকে মিটিং আয়োজন করার দায়িত্ব দেন তিনি।

পুলিশ কেন মামলা নিলো না কেন গ্রেফতার করলো না এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। এখানে তার কিছু করার থাকে না বলে জানান তিনি। পুলিশ তদন্ত করে চার্কশিট দিলে তা আইন মন্ত্রণালয় দেখে। বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারককে নতুন করে নিয়োগ দিতে হয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের গণহত্যার বিচার তাদের লোক দিয়ে করা সম্ভব নয়। সবাইকে পরিবর্তন করা হয়েছে। তিনি দায়িত্ব নেয়ার দুই সপ্তাহের মধ্যে তাদের পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিচারকাজের ভবনটিও ঠিক করতে হয়েছে। প্রসিকিউশান টিমের সাথে মিটিং করে তাদের যা যা দরকার সব সরবরাহ করা হচ্ছে বলেও জানান তিনি।

সাধারণ কোর্টে যাতে কোনো অসঙ্গতি না হয় এজন্য আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলাদা সেল গঠন করা হবে বলেও জানান তিনি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.