আমান উল্লাহ , বাকৃবিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গ্রীন ভয়েসের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা স্থপতি মোবাশে্বর হোসেনের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ এপ্রিল) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিনি কনফারেন্স কক্ষে ওই ইফতার মাহফিলের আয়োজন করে বাকৃবি গ্রীন ভয়েস।
অনুষ্ঠানে গ্রীন ভয়েসের সভাপতি হাফসা তাসনিমের সভাপতিত্বে এবং এবং সাধারণ সম্পাদক মো বকুল আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ, প্রক্টর অধ্যাপক মো. আজহারুল ইসলাম, অধ্যাপক ড. ফাতেমা হক শিখা, গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক মো. আলমগীর কবির সহ সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেন বলেন, পরিবেশকে বাসযোগ্য করতে না পারলে আমরা সকলেই ক্ষতিগ্রস্ত হবো। আজ আমাদের জীবন সংকটা পূর্ণ। পরিবেশ দূষণ, পানি দূষণ সহ প্রতিটি দূষণে আজ বিভিষীকাময় অবস্থানে রয়েছে। নিজেকে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবেশ রক্ষায় আমাদেরকে কাজ করতে হবে। আমাদের একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণে নিজেকে নিয়োজিত রাখতে পারি সেদিকে লক্ষ্য রাখতে হবে। পরিবেশ রক্ষার বিষয়গুলো সামনে রেখে আমরা এগিয়ে যেতে পারি।