বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রজেকশন ১৫, রেনেসাঁ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ওই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে অঙ্কুর সাংস্কৃতিক সংগঠন।
অনুষ্ঠানের শুরুতে অঙ্কুরের বিশ বছরপূর্তি উপলক্ষে এবং অঙ্কুরের সাথে বিশ বছর পথ চলার স্বীকৃতিস্বরূপ অঙ্কুরের সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. নুরুল হককে সম্মামনা স্মারক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন প্রমুখ।
এসময় উপাচার্য বলেন, ১৯৪০ সালে ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের সকল ক্ষেত্রে সাংস্কৃতিক অঙ্গন বড় অবদান রেখে এসেছে। ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি’ গানটি ভাষা আন্দোলনের যে চেতনা ধারণ করেন তা আমরা সকলেই জানি। যুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা রেডিওর প্রোগ্রামের জন্য সবাই খুবই আগ্রহী থাকতাম। ২০ বছরে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনে অঙ্কুর যেভাবে অবদান রেখে এসেছে তা বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধ করেছে। প্রতিটি সংগঠন যাতে সফলভাবে চলতে পারে তার সার্বিক সহযোগিতা আমরা করব। ছাত্র-শিক্ষক সকলে মিলে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষ্ঠানকে আমরা সফল্যমন্ডিত করেছি। আশা করি সামনেও আমরা এই ধারা অব্যাহত রাখতে পারব।
অনুষ্ঠানের শুরুতেই সাদা পর্দায় আলোছায়ার প্রতিফলনে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর খারাপ সময় কাটিয়ে উঠার গল্প প্রদর্শনী করা হয়। এরপরে নাচ, গান, নাটকসহ মোট ১৩ টি ধাপে সাংস্কৃতিক অনুষ্ঠানটি আয়োজিত হয়। গল্প-কৌতুকের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাসহ বিভিন্ন বিষয়কে নান্দনিক উপায়ে উপস্থাপন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে একাল-সেকাল নামক ধাপে বর্তমান সময় আর পূর্ববর্তী সময়ের জীবনযাত্রার পরিবর্তনগুলো তুলে ধরা হয়।
মো. আমান উল্লাহ/