The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪

জাবির ৪৩ ব্যাচের শিক্ষা সমাপনী উৎসবের রাজা বিপ্লব, রাণী প্রীতি

জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৩তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসবের নেতৃত্বে রাজার পদে বাংলা বিভাগের শফি কামাল বিপ্লব ও রাণীর পদে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সাহিনুর আক্তার প্রীতি নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ভবনে ভোটগ্রহণ শুরু হয় এবং রাত ৯টায় ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হয়।

এবারের নির্বাচনে রাজা-রানী উভয়পদে দুইজন করে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। রাজা পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলা বিভাগের শফি কামাল বিপ্লব ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিপ্লব হোসাইন। রানি পদে নির্বাচন করেছেন দর্শন বিভাগের শিক্ষার্থী তাসলিমা খান পন্নী এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সাহিনুর আক্তার প্রীতি।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল প্রায় ২ হাজার ২শ ৩৭ জন। সর্বমোট ৯৬৯ ভোটার ভোট প্রদান করেছেন যার মাঝে রাজা পদে মোট ৬৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বাংলা বিভাগের শফি কামাল বিপ্লব এবং রানী পদে মোট ৫৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সাহিনুর আক্তার প্রীতি।

এ বিষয়ে নির্বাচন কমিশনার দেবজ্যোতি ঘোষ বলেন, ‘রাজা-রানি’ নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু ও উৎসব মুখরভাবে হয়েছে। ভোটগ্রহণ শেষে নিয়মমাফিকভাবে রাতে আমরা ফলাফল ঘোষণা করেছি।

প্রসঙ্গত, জাবির শিক্ষা সমাপনী উৎসবের অন্যতম ঐতিহ্য হিসেবে রাজা-রানী নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতি বছর বিদায়ী শিক্ষার্থীরা সমাপনী উৎসবের অংশ হিসেবে রাজা-রানি নির্বাচন করে। এতে বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের মধ্য থেকে রাজা-রানী পদের জন্য প্রার্থী হয়। এবং একই ব্যাচের শিক্ষার্থীরা ভোট প্রদান করে রাজা রানী নির্বাচন করে। এবারের ৪৩তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসবের মূল আয়োজন অনুষ্ঠিত হবে মার্চের প্রথম সপ্তাহে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. ক্যাম্পাস
  3. জাবির ৪৩ ব্যাচের শিক্ষা সমাপনী উৎসবের রাজা বিপ্লব, রাণী প্রীতি

জাবির ৪৩ ব্যাচের শিক্ষা সমাপনী উৎসবের রাজা বিপ্লব, রাণী প্রীতি

জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৩তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসবের নেতৃত্বে রাজার পদে বাংলা বিভাগের শফি কামাল বিপ্লব ও রাণীর পদে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সাহিনুর আক্তার প্রীতি নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ভবনে ভোটগ্রহণ শুরু হয় এবং রাত ৯টায় ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হয়।

এবারের নির্বাচনে রাজা-রানী উভয়পদে দুইজন করে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। রাজা পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলা বিভাগের শফি কামাল বিপ্লব ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিপ্লব হোসাইন। রানি পদে নির্বাচন করেছেন দর্শন বিভাগের শিক্ষার্থী তাসলিমা খান পন্নী এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সাহিনুর আক্তার প্রীতি।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল প্রায় ২ হাজার ২শ ৩৭ জন। সর্বমোট ৯৬৯ ভোটার ভোট প্রদান করেছেন যার মাঝে রাজা পদে মোট ৬৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বাংলা বিভাগের শফি কামাল বিপ্লব এবং রানী পদে মোট ৫৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সাহিনুর আক্তার প্রীতি।

এ বিষয়ে নির্বাচন কমিশনার দেবজ্যোতি ঘোষ বলেন, ‘রাজা-রানি’ নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু ও উৎসব মুখরভাবে হয়েছে। ভোটগ্রহণ শেষে নিয়মমাফিকভাবে রাতে আমরা ফলাফল ঘোষণা করেছি।

প্রসঙ্গত, জাবির শিক্ষা সমাপনী উৎসবের অন্যতম ঐতিহ্য হিসেবে রাজা-রানী নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতি বছর বিদায়ী শিক্ষার্থীরা সমাপনী উৎসবের অংশ হিসেবে রাজা-রানি নির্বাচন করে। এতে বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের মধ্য থেকে রাজা-রানী পদের জন্য প্রার্থী হয়। এবং একই ব্যাচের শিক্ষার্থীরা ভোট প্রদান করে রাজা রানী নির্বাচন করে। এবারের ৪৩তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসবের মূল আয়োজন অনুষ্ঠিত হবে মার্চের প্রথম সপ্তাহে।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন