বাউয়েট প্রতিনিধিঃ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) এর রেন্টাল হলের উদ্যোগে রেন্টাল হলের আবাসিক শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে।
আজ বুধবার (৫ এপ্রিল) বাউয়েট রেন্টাল হল আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) এর ট্রেজারার কর্নেল মোহাম্মদ হামিদুল হক, পিএসসি (অব.)।
এসময় উপস্থিত ছিলেন বাউয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোঃ রশিদুল হাসান, রেন্টাল হলের প্রভোস্ট ও বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ সাইফুল ইসলাম, বাউয়েটের ছাত্রকল্যাণ উপদেষ্টা ও সোসোলজি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আল-আমিন, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আবদুর রশিদ, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহারুল ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাজাহান আলী সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলীরা, কর্মকতারা উপস্থিত ছিলেন।
এসময় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) এর রেন্টাল হলের আবাসিক শিক্ষার্থীরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।