The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

বশেমুরবিপ্রবিতে ২৭ শিক্ষকের পদোন্নতি

মোঃ রাসেল হোসেন, বশেমুরবিপ্রবি: দীর্ঘদিন পর গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে ২৭ শিক্ষকের পদোন্নতি হয়েছে।

রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দলিলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। অফিস আদেশে বলা হয়েছে, রিজেন্ট বোর্ড অনুষ্ঠিত হওয়ার তারিখ থেকে তাদেরকে পদোন্নতিপ্রাপ্ত পদে আনুষ্ঠানিক যোগদানপত্র দাখিল করতে হবে। এছাড়াও ঐ পদে পদে এক বছর শিক্ষানবিশ থাকার পর উক্ত পদে নিশ্চিতকরণের বিষয়টি বিবেচিত হবে। এই পত্র জারির ১৫ দিনের মধ্যে নতুন পদে আনুষ্ঠানিক যোগদানপত্র দাখিল করতে ব্যর্থ হলে এ নিয়োগ আদেশ সংশ্লিষ্ট শিক্ষকের জন্য বাতিল বলে গণ্য হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পাওয়া শিক্ষকেরা হলেন, সমাজবিজ্ঞান বিভাগের ড. মোহাম্মদ আনিসুর রহমান, ছায়েদা মাহমুদা, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ড. ওমর ফারুক, মোস্তাফিজুর রহমান, কৃষি বিভাগের ড. মো. নাজমুল হক, এআইএস বিভাগের মো. আব্দুল মান্নান খান,  ড. মো. সোলাইমান হোসাইন, ইইই বিভাগের জপতোষ মন্ডল, ড. আরিফুজ্জামান রাজীব, ড. মো. রবিউল ইসলাম, গণিত বিভাগের ড. সমীর চন্দ্র রায়, মো. সিরাজুল ইসলাম, ইংরেজি বিভাগের সুকান্ত বিশ্বাস, মো. জুবাইর আল মাহমুদ, মো. রাকিবুল ইসলাম,  অর্থনীতি বিভাগের বিভূতি সরকার, জুবাইদুর রহমান, খসরুল আলম, মুহাম্মদ রবি উল্লাহ, বিজিই বিভাগের ড. মো. শরাফত আলী, পরিসংখ্যান বিভাগের ড. মো. তোফাজ্জেল হোসেন, বাংলা বিভাগের মো. আব্দুর রহমান, সিএসই বিভাগের মো. জামাল উদ্দীন ও আইন বিভাগের মানসুরা খানম, প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্তরা হলেন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের ড. নাহমিদা বেগম, বিলওয়াবস বিভাগের মো. সাফায়েত হোসেন ও ইইই বিভাগের মো. ইয়াকুব আলী।

উল্লেখ্য গত ২৩ জুন বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ৩৩তম সভার অনুমোদনের প্রেক্ষিতে ঐ শিক্ষকদের বেতন স্কেল ও গ্রেডভেদে পদোন্নতি দেওয়া হয়। এতে মোট ২৪ শিক্ষককে সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে ও তিনজন প্রভাষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি  দেওয়া হয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.