নোবিপ্রবি প্রতিনিধিঃ অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী রিয়াদ হোসেনের মুক্তিযুদ্ধ ভিত্তিক গবেষণা গ্রন্থ খুলনার মুক্তিযুদ্ধ : বটিয়াঘাটা । হাতেখড়ি প্রকাশনী থেকে প্রকাশিত গ্রন্থটি ঢাকার অমর একুশে বইমেলার ২৫৩,২৫৪ ও ২৫৫ নং স্টলে এবং খুলনার অমর একুশে বইমেলার ৭৭ নং স্টলে পাওয়া যাচ্ছে।
খুলনার মুক্তিযুদ্ধ : বটিয়াঘাটা গ্রন্থে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার মুক্তিযুদ্ধকালীন গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, সশস্ত্র সংগ্রামসহ মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস তুলে ধরা হয়েছে। পাশাপাশি উক্ত উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের তালিকা, শহিদ বীর মুক্তিযোদ্ধাদের তালিকা এবং গণহত্যা নিহতদের তালিকাও প্রদান করা হয়েছে। অধিকাংশ তথ্যই মাঠ পর্যায়ে অনুসন্ধানের মাধ্যমে লিপিবদ্ধ হয়েছে।
এ বিষয়ে লেখক রিয়াদ হোসেন বলেন, “মুক্তিযুদ্ধের ইতিহাসকে সমৃদ্ধ করার ক্ষেত্রে আঞ্চলিক ইতিহাস সমৃদ্ধির বিকল্প নেই। সেই প্রয়াস থেকে অমর একুশে বইমেলা ২০২৩ এ আমার মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি গবেষণা গ্রন্থ প্রকাশিত হচ্ছে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের স্নাতক প্রোগ্রামের অংশ হিসেবে “মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধ : বটিয়াঘাটা উপজেলা” শীর্ষক গবেষণা কর্ম সম্পাদন করেছিলাম। এ গ্রন্থটি সেটির পরিবর্ধিত রূপ। সুতরাং এ গ্রন্থ প্রণয়নের সমগ্র কৃতজ্ঞতা আমার বিভাগের।”
রিয়াদ হোসেন খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার আমিরপুর ইউনিয়নের কৃষক পরিবারের সন্তান। বেড়ে উঠেছেন সেই প্রত্যন্ত গ্রামেই। ২০১৬ -২০১৭ শিক্ষাবর্ষের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী তিনি। মূলত বিভাগের স্নাতক পর্যায়ে বিভাগের প্রদানকৃত অভিসন্দর্ভের পরিবর্ধিত রূপ এ গ্রন্থটি। তার গবেষণার আগ্রহের বিষয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ। ইতোমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে মুক্তিযুদ্ধ বিষয়ক তার একাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।