The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪

প্রাইভেট কারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট: রাজধানীর ৩০০ ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মুনতাসিম মাসুদ (২২) নামের এক বুয়েট শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুই বন্ধু আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  এ ঘটনায় নিহতের বাবা মো. মাসুদ মিয়া রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ (২২), মো. মেহেদী হাসান খান (২২) ও অমিত সাহা (২২) মোটরসাইকেলযোগে রূপগঞ্জের পূর্বাচলে নীলা মার্কেটে খাওয়া-দাওয়া করার জন্য আসেন। খাওয়া শেষে মুহতাসিম মাসুদ রওনা করার জন্য মোটরসাইকেলের কাছে আসেন। এরপর একটি প্রাইভেটকার বেপরোয়া গতিতে তাদের ওপর উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই মুহতাসিম মাসুদ মারা যান ও অপর দুই শিক্ষার্থী মেহেদী হাসান খান ও অমিত সাহা গুরুতর আহত হন।

এ সময় ঘটনাস্থলে থাকা লোকজন ঘাতক গাড়িচালক মো. মুবিন আল মামুনকে (২০) আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। সে রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর ডিওএইচএস এলাকার আব্দুল্লাহ আল মামুনের ছেলে।

নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম বলেন, পূর্বাচল নীলা মার্কেট-সংলগ্ন বালুর ব্রিজে আগে যাত্রী ছাউনির সামনে সড়ক দুর্ঘটনায় বুয়েটের শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যু হয়েছে ও দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় গাড়িচালকসহ তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

You might also like
Leave A Reply

Your email address will not be published.