The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪

ভি-রোল ফরম পূরণ করা যাবে ৩১ মে পর্যন্ত

চূড়ান্ত ফলাফল প্রকাশের প্রায় দেড় মাস পর চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফরম (ভি-রোল) ফরম পূরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

আগামী ৩১ মে পর্যন্ত ভি-রোল ফরম পূরণ করে অনলাইনে জমা দিতে পারবেন চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণরা।

বুধবার (২৬ এপ্রিল) এনটিআরসিএর পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) কাজী কামরুল আহছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনটিআরসিএ কর্তৃক প্রকাশিত ৪র্থ গণবিজ্ঞপ্তি-২০২২ এর আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রত্যেক প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশন ফরম (ভি-রোল) অনলাইনে পূরণ করে আবশ্যিকভাবে অনলাইনে দাখিল করতে হবে।

ভি-রোল ফরম পূরণের জন্য প্রত্যেক প্রার্থীকে https://scs.ssd.gov.bd/job-security-login লিংকে ক্লিক করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ কর্তৃক সৃজিত User ID ও Password ব্যবহার করতে হবে।

টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক প্রত্যেক প্রার্থীর মোবাইলে SMS এর মাধ্যমে User ID এবং Password জানিয়ে দেওয়া হবে। ওই User ID ও Password ব্যবহার করে Online Security Clearence System-এ প্রবেশ করে ফরম পূরণ করা যাবে। অথবা এনটিআরসিএ-এর ওয়েবসাইটের (www.ntrca.gov.bd) ৪র্থ গণবিজ্ঞপ্তি-২০২২ নামক সেবা বক্সের অনলাইন পুলিশ ভেরিফিকেশন লগইন মেনুতে ক্লিক করে ফরম পূরণ করা যাবে।

পুলিশ ভেরিফিকেশন ফরম (ভি-রোল) কোনক্রমেই হাতে হাতে, ডাকযোগে, কুরিয়ার সার্ভিসে কিংবা ই-মেইলে গ্রহণ করা হবে না। অনলাইন পুলিশ ভেরিফিকেশন ফরম (ভি-রোল) পূরণ নির্দেশিকা ৪র্থ গণবিজ্ঞপ্তি-২০২২ নামক সেবা বক্সে পাওয়া যাবে। ফরমটি নির্ভুলভাবে পূরণ করে আগামী ৩১ মের মধ্যে অনলাইনে দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

নির্ধারিত তারিখের মধ্যে উল্লিখিত পদ্ধতিতে অনলাইনে কোনও প্রার্থী ভি-রোল ফরম দাখিল না করলে সংশ্লিষ্ট প্রার্থীকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. জব সার্কুলার
  3. ভি-রোল ফরম পূরণ করা যাবে ৩১ মে পর্যন্ত

ভি-রোল ফরম পূরণ করা যাবে ৩১ মে পর্যন্ত

চতুর্থ গণবিজ্ঞপ্তি

চূড়ান্ত ফলাফল প্রকাশের প্রায় দেড় মাস পর চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফরম (ভি-রোল) ফরম পূরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

আগামী ৩১ মে পর্যন্ত ভি-রোল ফরম পূরণ করে অনলাইনে জমা দিতে পারবেন চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণরা।

বুধবার (২৬ এপ্রিল) এনটিআরসিএর পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) কাজী কামরুল আহছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনটিআরসিএ কর্তৃক প্রকাশিত ৪র্থ গণবিজ্ঞপ্তি-২০২২ এর আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রত্যেক প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশন ফরম (ভি-রোল) অনলাইনে পূরণ করে আবশ্যিকভাবে অনলাইনে দাখিল করতে হবে।

ভি-রোল ফরম পূরণের জন্য প্রত্যেক প্রার্থীকে https://scs.ssd.gov.bd/job-security-login লিংকে ক্লিক করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ কর্তৃক সৃজিত User ID ও Password ব্যবহার করতে হবে।

টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক প্রত্যেক প্রার্থীর মোবাইলে SMS এর মাধ্যমে User ID এবং Password জানিয়ে দেওয়া হবে। ওই User ID ও Password ব্যবহার করে Online Security Clearence System-এ প্রবেশ করে ফরম পূরণ করা যাবে। অথবা এনটিআরসিএ-এর ওয়েবসাইটের (www.ntrca.gov.bd) ৪র্থ গণবিজ্ঞপ্তি-২০২২ নামক সেবা বক্সের অনলাইন পুলিশ ভেরিফিকেশন লগইন মেনুতে ক্লিক করে ফরম পূরণ করা যাবে।

পুলিশ ভেরিফিকেশন ফরম (ভি-রোল) কোনক্রমেই হাতে হাতে, ডাকযোগে, কুরিয়ার সার্ভিসে কিংবা ই-মেইলে গ্রহণ করা হবে না। অনলাইন পুলিশ ভেরিফিকেশন ফরম (ভি-রোল) পূরণ নির্দেশিকা ৪র্থ গণবিজ্ঞপ্তি-২০২২ নামক সেবা বক্সে পাওয়া যাবে। ফরমটি নির্ভুলভাবে পূরণ করে আগামী ৩১ মের মধ্যে অনলাইনে দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

নির্ধারিত তারিখের মধ্যে উল্লিখিত পদ্ধতিতে অনলাইনে কোনও প্রার্থী ভি-রোল ফরম দাখিল না করলে সংশ্লিষ্ট প্রার্থীকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন