দীর্ঘ ১৫ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। মূলত আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপের ১৬তম আসর। এই টুর্নামেন্টে অংশ নেবে বিরাট-রোহিতরাও।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) আগামী এক বছরের জন্য বৃহস্পতিবার (১৩ অক্টোবর) তাদের সূচি প্রকাশ করেছে। যেখানে দক্ষিণ আফ্রিকায় নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের পাশাপাশি উল্লেখ করা হয়েছে পাকিস্তানের মাটিতে কোহলিদের এশিয়া কাপে অংশগ্রহণের বিষয়টিও।
ভারত সবশেষ পাকিস্তান সফরে গিয়েছিল ২০০৮ সালের জুনে। আর পাকিস্তান সবশেষ ভারতের মাটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলেছিল ২০১৩ সালের জানুয়ারিতে। এরপর দুদেশের রাজনৈতিক দ্বন্দ্বে পাকিস্তান ক্রিকেট কাউন্সিল (পিসিবি) ও বিসিসিআই আর কোনো দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন করতে পারেনি।
যদিও পাকিস্তানে অনুষ্ঠেয় এশিয়া কাপে ভারতের অংশগ্রহণ এখনো নিশ্চিত বলা যাচ্ছে না। কারণ পাকিস্তানে খেলতে যাওয়ার জন্য ভারত সরকারের ছাড়পত্র লাগবে বিসিসিআইয়ের। তবে সাধারণ নির্বাচনের এক বছর আগে দলকে পাকিস্তানে পাঠালে যে রাজনৈতিক প্রতিক্রিয়াও আসতে পারে সেটাও ভাবাচ্ছে দেশটির সরকারকে।
সূত্র: ক্রিকবাজ