আবদুল্লাহ আল তৌহিদ: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মেহেদী মাহমুদুল হাসান। এ নিয়ে ২য় বারের মতো বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তিনি।
সোমবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মো. তামজিদ হোসাইন চৌধুরী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিরর মাধ্যমে এই বিষয়টি জানানো হয়।
চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অধ্যাপক ড. মেহেদী মাহমুদুল হাসান বলেন, বিভাগীয় প্রধান হিসেবে আমার প্রথম লক্ষ্য থাকবে শিক্ষার মান উন্নয়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা। যেহেতু ফিশারিজ একটি গবেষণাধর্মী বিষয় সেজন্য শিক্ষার্থীদের গবেষণায় পারদর্শী করতে প্রয়োজনীয় বিষয়াদিকে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি আরও বলেন, আমাদের গ্র্যাজুয়েটরা যেনো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতায় এগিয়ে থাকে সেভাবে গড়ে তুলবো। শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি বিভিন্ন ধরনের সেমিনার-ওয়েবিনার আয়োজনের মাধ্যমে জ্ঞান অর্জনের পথ উন্মুক্ত করতে কাজ করে যাবো।