The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪

সাকিবদের কোচ কি হাথুরুসিংহেই হচ্ছেন?

গেল বছরের ডিসেম্বরে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব থেকে অব্যাহতি নেন রাসেল ডমিঙ্গো। এরপর থেকেই ফাঁকা পড়ে রয়েছে প্রধান কোচের চেয়ার। গুঞ্জন আছে, কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে নাকি টাইগারদের সাবেক ওস্তাদ চন্ডিকা হাথুরুসিংহে।

টাইগারদের প্রধান কোচের দায়িত্বে কে আসছেন সে ব্যাপারে সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ঠিক কি কারণে এমন লুকোচুরি সেটা অজানা সকলের। কয়েকদিন আগেই বিসিবির ক্রিকেট পরিচালনা পর্ষদের প্রধান জালাল ইউনুস জানিয়েছিলেন, কোচ নিয়োগ ইংল্যান্ড সিরিজের আগেই হয়ে যাবে।

মার্চের প্রথম সপ্তাহেই মাঠে গড়াবে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি। কোচ নিয়োগের বিষয় নিয়ে জালাল ইউনুস বলছিলেন, ‘মোটামুটি এগিয়ে গিয়েছে কে হচ্ছেন প্রধান কোচ। তবে বাকি রয়েছে কেবল চুক্তি স্বাক্ষর।’

এদিকে বিসিবির আরেক পরিচালক এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আহমেদ সাজ্জাদুল আলম ববির কাছে জানতে চাওয়া হয় নতুন করে টাইগারদের কোচ হয়ে চন্ডিকা হাথুরুসিংহে ফিরলে পরিস্থিতি কেমন হবে। প্রশ্নের জবাবে এই বোর্ড পরিচালক বলেন, আমরা তো সবসময় বাংলাদেশ দলের উন্নতি চাই। সবসময় চাওয়া থাকে এগিয়ে যাক। কিন্তু কোচ হিসেবে তার (হাথু্রেসিংহের) আন্ডারে কি করবে না করবে এটা সময়ই বলে দিবে। এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। সেটা সময়ই বলে দিবে।

জানা গেছে, বিপিএলের ঢাকাপর্বে ফেরার পরই রাজধানীতে পা রাখবেন হাথুরুসিংহে। গুঞ্জন আছে, তখনই দুপক্ষের মধ্যে চুক্তি সাক্ষরিত হবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. সাকিবদের কোচ কি হাথুরুসিংহেই হচ্ছেন?

সাকিবদের কোচ কি হাথুরুসিংহেই হচ্ছেন?

গেল বছরের ডিসেম্বরে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব থেকে অব্যাহতি নেন রাসেল ডমিঙ্গো। এরপর থেকেই ফাঁকা পড়ে রয়েছে প্রধান কোচের চেয়ার। গুঞ্জন আছে, কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে নাকি টাইগারদের সাবেক ওস্তাদ চন্ডিকা হাথুরুসিংহে।

টাইগারদের প্রধান কোচের দায়িত্বে কে আসছেন সে ব্যাপারে সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ঠিক কি কারণে এমন লুকোচুরি সেটা অজানা সকলের। কয়েকদিন আগেই বিসিবির ক্রিকেট পরিচালনা পর্ষদের প্রধান জালাল ইউনুস জানিয়েছিলেন, কোচ নিয়োগ ইংল্যান্ড সিরিজের আগেই হয়ে যাবে।

মার্চের প্রথম সপ্তাহেই মাঠে গড়াবে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি। কোচ নিয়োগের বিষয় নিয়ে জালাল ইউনুস বলছিলেন, ‘মোটামুটি এগিয়ে গিয়েছে কে হচ্ছেন প্রধান কোচ। তবে বাকি রয়েছে কেবল চুক্তি স্বাক্ষর।’

এদিকে বিসিবির আরেক পরিচালক এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আহমেদ সাজ্জাদুল আলম ববির কাছে জানতে চাওয়া হয় নতুন করে টাইগারদের কোচ হয়ে চন্ডিকা হাথুরুসিংহে ফিরলে পরিস্থিতি কেমন হবে। প্রশ্নের জবাবে এই বোর্ড পরিচালক বলেন, আমরা তো সবসময় বাংলাদেশ দলের উন্নতি চাই। সবসময় চাওয়া থাকে এগিয়ে যাক। কিন্তু কোচ হিসেবে তার (হাথু্রেসিংহের) আন্ডারে কি করবে না করবে এটা সময়ই বলে দিবে। এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। সেটা সময়ই বলে দিবে।

জানা গেছে, বিপিএলের ঢাকাপর্বে ফেরার পরই রাজধানীতে পা রাখবেন হাথুরুসিংহে। গুঞ্জন আছে, তখনই দুপক্ষের মধ্যে চুক্তি সাক্ষরিত হবে।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন