নোবিপ্রবির চতুর্থ মেধাতালিকা প্রকাশ হয়েছে
গুচ্ছভুক্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তির কাযক্রমের অংশ হিসাবে চতুর্থ মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকে মেধা তালিকা ও বরাদ্দকৃত বিষয় দেখতে পারবেন। তালিকা দেখতে বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে ঢুকতে হবে।
মেধাক্রম শিক্ষার্থীদের ড্যাশবোর্ডে লগইন করে মেধাতালিকা ও মনোনীত বিষয় দেখতে বলা হয়েছে।
ইতোপূর্বে গত ১৭ নভেম্বর দ্বিতীয় এবং ২৬ নভেম্বর তৃতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়। তৃতীয় মেধাতালিকায় গত ১ ডিসেম্বর ভর্তি কার্যক্রম শেষ হয়েছে।