ডেস্ক রিপোর্ট: নির্বাচন আমরা অবশ্যই চাই। কিন্তু নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন করতে হবে। একটা নতুন খসড়া তৈরি করতে হবে। সেই খসড়ার আলাপ আলোচনা করার জন্য গণপরিষদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার।
শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সেন্টার ফর ডেমোক্রেসি এন্ড পিস স্টাডিজের আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, ‘আমরা আশা করব, বিএনপি অনেক দায়িত্বশীলভাবে কথা বলবে। বাংলাদেশে বর্তমানে আমরা যে দুর্বল মুহূর্তে পড়ে গেছি, এই সময় বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল; তাদের কাছে অনেক বেশি দায়িত্ব আমরা আশা করি। বিএনপি কেন চুপ্পুকে রাখতে চায় আমি কোনো যুক্তি খুঁজে পাই না। এটার কোন সাংবিধানিক যুক্তি এবং রাজনৈতিক যুক্তি নেই।
তিনি আরও বলেন, ‘এই তথাকথিত ফ্যাসিস্ট সংবিধানের অধীনে ঢুকানোটাই ভুল ছিল। এই ভুলটা সংশোধন করার উপায় হচ্ছে প্রথমত চুপ্পুকে অপসারণ করা এবং একই সঙ্গে ঘোষণা দেওয়া, আমরা শুরুতে ভেবেছিলাম সাংবিধানিকভাবে আমরা বাংলাদেশের রাজনৈতিক সমস্যার সমাধান করতে পারব। কিন্তু রাষ্ট্রপতি যখন আমাদের বললেন, তার কাছে প্রধানমন্ত্রীর পদত্যাগ পত্র নেই; তিনি (রাষ্ট্রপতি) আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। তার ওইখানে থাকার কোনো অধিকার নেই। তাকে অবিলম্বে অপসারণ করতে হবে।’