পবিত্র রমজান মাসের সমাপনী ও ঈদুল ফিতর উপলক্ষ্যে হোয়াইট হাউসে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির একজন মুসলিম মেয়রকে ঢুকতে দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের সদস্যরা হোয়াইট হাউসে সোমবার আয়োজিত অনুষ্ঠানে ওই মেয়রকে ঢুকতে দেননি।
মার্কিন বার্তা সংস্থা এপি বলছে, সোমবার ঈদুল ফিতর উদযাপনের জন্য হোয়াইট হাউসে পৌঁছানোর কিছুক্ষণ আগে একটি ফোন কল পেয়েছিলেন মেয়র মোহাম্মদ খায়রুল্লাহ। এ সময় হোয়াইট হাউস থেকে তাকে বলা হয়, সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে হোয়াইট হাউসে প্রবেশের জন্য তার নামে ছাড়পত্র দেওয়া হয়নি। যে কারণে রমজান ও ঈদুল ফিতর শেষে দেরিতে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি যোগ দিতে পারবেন না।
হোয়াইট হাউসের ওই অনুষ্ঠানে শত শত অতিথির সামনে বক্তৃতা করেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। মেয়র মোহাম্মদ খায়রুল্লাহ বলেছেন, সিক্রেট সার্ভিস কেন তার প্রবেশের ছাড়পত্র দেয়নি সেবিষয়ে হোয়াইট হাউসের কর্মকর্তারা কোনও ব্যাখ্যা দেননি।
হোয়াইট হাউসে ঢুকতে না পেরে নিউ জার্সিতে নিজ বাড়িতে ফেরার পথে টেলিফোনে এপিকে খায়রুল্লাহ বলেছেন, ‘এই ঘটনা আমাকে বিস্মিত, হতবাক এবং হতাশ করেছে।
চলতি বছরের জানুয়ারিতে পঞ্চম মেয়াদে নিউ জার্সির বরোর মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ খায়রুল্লাহ।