আল-মামুন, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগের জন্ম হয়।
উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রচীন এই ছাত্রসংগঠনের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৬তম প্রতিষ্ঠবার্ষিকী উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা শাখা ছাত্রলীগ কর্তৃক এক আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।
আনন্দ শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা পরবর্তীতে কেক কেটে দিবসদি উদযাপন করেন কলারোয়া উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতা।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ – সভাপতি নাহিদ হাসান শাহিন, কলারোয়া উপজেলা ছাত্রলীগ এর সভাপতি শামিমুজ্জামান টিপু, সাধারন সম্পাদক মেহেদী হাসান ফাহিম, সাবেক উপজেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক ইলিয়াস হোসন রাসেল, পৌর সাধারণ সম্পাদক পলাশ হোসেন, যুগীখালি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, কয়লা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সরোয়ার হোসেন, কেড়াগাছী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন, পৌর ছাত্রলীগের যুগ্নসাধারন সম্পাদক মনিরুল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রনেতা উৎছাস (মেডিকেল শিক্ষার্থী), আরফিন, স্বাধীন (ঢাবি), বিপ্লব রাহা(ঢাকা কলেজ), বাঁধন, রিয়াজ এছাড়াও অনেক নেতৃবৃন্দ।