শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের নতুন শিক্ষাক্রমে পাঁচ দিন হবে শ্রেণিকক্ষে পাঠদান। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, গত বছর পর্যন্ত সপ্তাহে ছয় দিন ক্লাস ছিল। কিন্তু যখন বিদ্যুৎ সংকটের জন্য পাঁচ দিন পাঠদান করার সিদ্ধান্ত হয়, তখন বিদ্যুৎতের জন্য পাঁচ দিন কার্যক্রম চলে। কিন্তু এখন থেকে পাঁচ দিনই হবে শিক্ষা কার্যক্রম।