ডেস্ক রিপোর্ট: জুলাই অভ্যুত্থানের আত্মত্যাগকারী ইতিহাসের স্রষ্টা। যারা দেশে বিশৃঙ্খলা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (১০ ফেব্রুয়ারি) জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কয়েকজনের পরিবার সাক্ষাত করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেলে এসব কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, জুলাই গণঅভ্যুত্থান অধিদফতর গঠন, আহত ও শহীদ পরিবারের রাষ্ট্রীয় সম্মাননা ও স্বীকৃতি, আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
ড. ইউনূস শহীদ পরিবারের প্রত্যাশার কথা শোনেন এবং সরকারের চলমান কার্যক্রম তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরেন।
বিগত সরকারের লোক এখনও বিভিন্ন মহলে আছে উল্লেখ করে সামনে আরও অনেক কিছু হতে পারে এমন শঙ্কা জানিয়ে সবাইকে সতর্ক থাকারও আহবান জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।