ডেস্ক রিপোর্ট: কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। রাজধানীতে টানা দুদিন সূর্যের দেখা না মিললেও আজ দেখা মিলেছে।
শনিবার (০৪ জানুয়ারি) ভোরে রাজধানীতে কিছুটা শীত অনুভূত হলেও খুব একটা কুয়াশা ছিল না। সকাল ৯টার দিকে সূর্যের দেখা মেলে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে জানান, কিছুটা কুয়াশার কারণে সূর্যের আলো দেখা যাচ্ছে না। তবে গত দুদিনের তুলনায় আজ (০৪ জানুয়ারি) ঢাকায় কুয়াশার পরিমাণ কম। সে অনুযায়ী দুপুর নাগাদ সূর্যের দেখা মিলবে। ঢাকা এবং আশপাশের এলাকায় ঘন কুয়াশা কমতে শুরু করেছে। ফলে ঠান্ডার অনুভূতিও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দিনের তাপমাত্রা সাধারণত ১-২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে।
এদিকে সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা এবং প্রধানত শুষ্ক থাকতে পারে। আর কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এসব এলাকার দিনের তাপমাত্রা সাধারণত ১-২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে।
একইসঙ্গে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে বলেও জানানো হয়েছে।