ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেয়ার প্রতিবাদে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় দেশটির প্রতিনিধির কাছে ঢাকার পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়।
বৃহস্পতিবার (৬ ফেব্রুরারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে বারবার মিথ্যা বক্তব্য দিচ্ছে। এ ঘটনায় ভারত সরকারের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। কারণ এই ধরনের বক্তব্য জনগণের অনুভূতিতে আঘাত করছে। এছাড়া প্রতিবাদপত্রের মাধ্যমেও গভীর উদ্বেগ জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, এই ধরনের কর্মকাণ্ড দুই দেশের মধ্যে সুস্থ সম্পর্ক স্থাপনের জন্য সহায়ক নয়। ফলে ভারতকে সামাজিক যোগযোগমাধ্যমসহ এবং অন্যান্য মাধ্যমে শেখ হাসিনাকে বিবৃতি দেয়া থেকে বিরত রাখতে হবে।