The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতদের স্মরণে বেরোবিতে শোক পালন

বেরোবি প্রতিনিধিঃ সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতদের স্মরণে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের অংশ হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)রংপুরে ভাবগাম্ভীর্যের সঙ্গে শোক পালন করা হয়।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (০৯ ফেব্রয়ারি) বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। এছাড়া দুপুরে বাদ জোহর কেন্দ্রিয় মসজিদে ভূমিকম্পে নিহতদের আত্মার শান্তি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, সোমবার (০৬ ফেব্রয়ারি, ২০২৩) স্থানীয় সময় ভোরে তুরস্ক ও সিরিয়ার উত্তরাঞ্চলে শক্তিশালী ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতিসহ মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.