জেন্ডার সমতা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করছে সরকার। এ লক্ষ্যে এশিয়ান সেন্টার ফর ইনক্লুসিভ এডুকেশন (এসিআইই), বাংলাদেশের আয়োজনে ‘নতুন শিক্ষাক্রমে জেন্ডার, ইক্যুইটি ও ইনক্লুশন’ বিষয়ক সেমিনার আয়োজন করা হয়। সেমিনারের সহ-আয়োজক ছিল প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং ভিজ্যুয়ালি ইম্পেয়ার্ড পিপলস সোসাইটি (ভিপস)।
গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে (আইইআর) এ সেমিনারের আয়োজন করা হয়।
দ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন এনসিটিবির সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক এম মশিউজ্জামান, আইইআর পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল হালিম, মো. আশিক বিল্লাহ প্রমুখ। সেমিনারে সভাপতিত্ব করেন আইইআরের অধ্যাপক ড. এম তারিক আহসান।