ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে।
আজ বুধবার (২৯ মে) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে কেঁপে উঠে বিভিন্ন এলাকা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। চট্টগ্রাম ও সিলেট থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
আবহাওয়া অধিদফতর জানায়, এই ভূমিকম্পের কেন্দ্র ছিল পার্শ্ববর্তী দেশ মিয়ানমার।
তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এরআগে গত ১৪ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে মাত্রা ছিল ৩ দশমিক ৬।