ড্রোন উড়িয়ে সার্বিয়ার ওপর গোয়েন্দাগিরি চালিয়েছে ব্রাজিল!
খবরটা হঠাৎ করেই সামনে আসে। যদিও এর সত্যতা নিশ্চিত করতে পারেননি স্বয়ং সার্বিয়ান কোচ দ্রাগান স্টইকভিচ। তিনি অবশ্য এমন খবরে বেশ অবাক! তার মতে ব্রাজিল কেন এমনটা করতে যাবে? তাঁর সাফ কথা।
আজ রাতে লুসাইল স্টেডিয়ামে (বাংলাদেশ সময় রাত একটা) বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হচ্ছেন নেইমার-রাফিনিয়া-ভিনিসিয়ুসরা-রিচার্লিসন। যদিও এখন পর্যন্ত নিজেদের প্রথম একাদশ নিয়ে তেমন কোনো আভাস দেননি ব্রজিলের কোচ তিতে।
তবে হঠাৎ করেই গুজব রটেছে, ব্রাজিল না কি সার্বিয়ার অনুশীলন মাঠে ড্রোন উড়িয়ে গোয়েন্দাগিরি চালাচ্ছে। কিন্তু সার্বিয়ান কোচ স্টইকভিচ মনে করেন, এমন গোয়েন্দাগিরি যদি ব্রাজিল করেও থাকে, তাতে তাদের লাভ খুবই সামান্য। এমন কিছু ঘটার আশঙ্কা অবশ্য উড়িয়েই দিয়েছেন এই কোচ।
আল রাইয়ানের আল আরাবি স্পোর্টস কমপ্লেক্সে রাস্তার এপার-ওপারে ব্রাজিল আর সার্বিয়ার বেজ ক্যাম্প। কেউ কারও চেয়ে খুব দূরে নেই। সার্বিয়ান কোচ স্টইকভিচ ব্রাজিলের ড্রোন ওড়ানোর খবরের প্রতিক্রিয়ায় বলেছেন, ‘ব্রাজিল কেন আমাদের ওপর ড্রোন উড়িয়ে গোয়েন্দাগিরি চালাবে? তাদের এসবের প্রয়োজন নেই। ব্রাজিল ফুটবলের সুপার পাওয়ার। আমরা এমন কিছু নই, যে তাদের ড্রোন উড়িয়ে কৌশল বুঝতে হবে।’
গোটা বিষয়টিকেই গুজব মনে করেন স্টইকভিচ, ‘আমি মনে করি এটা পুরোপুরি ভুল একটা খবর, গুজব। এটা যদি সত্যও হয়, ব্রাজিল যদি সত্যি সত্যিই ড্রোন ওড়ায়, তাহলে আমি মনে করি, তাদের বিশেষ কিছু খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই কম।’