The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

ঝিনাইদহে হাতির পিঠে চড়ে যুবকের বিয়ে

যুবকের হাতে খোলা তরবারি। রাজ রাজাদের পোশাক পরে হাতির পিঠে ছওয়ার হয়ে চলেছেন বিয়ে করতে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে ঝিনাইদহ শহরে এমনই এক ব্যতিক্রমী বিয়ের দেখা মিলেছে।

জানা যায়, হাতির পিঠে চড়ে বিয়ের করতে যাওয়া ওই যুবকের নাম রাফাতুজ্জামান প্রান্ত। তিনি শহরের ব্যাপারীপাড়ার পাগলাকানাই এলাকার এনজিও কর্মকর্তা আবু বকর ও বদরুন নাহার রুমা দম্পতির ছেলে।

বৃহস্পতিবার বেলা ২টার দিকে এমন সাজে বরযাত্রী নিয়ে রাফাতুজ্জামান প্রান্ত বিয়ের অনুষ্ঠানের হাজির হন। বর পক্ষের অন্যান্য লোকজন মাইক্রোবাস ও মোটরসাইকেলযোগে অনুষ্ঠানে পৌঁছান।

সুসজ্জিত হাতি আর বরকে দেখার জন্য রাস্তার দুই পাশে ভিড় জমে যায়।

বিয়ে করে হাতির পিঠে চড়ে একইভাবে তিনি নিজ বাসায় ফিরে আসেন। তবে কনেকে রাজকীয় পালকির ওপর দেখা যায়।

জানা যায়, ঝিনাইদহ শহরের সিএমবি পুকুর পাড় এলাকার উপ-শহরপাড়ার মীর আমিরুল ইসলাম সেলিম ও শাহানারা পারভীন রঞ্জু দম্পতির মেয়ে জান্নাতুল ফিজা উম্মির সঙ্গে প্রান্তর বিয়ে হয়।

বরের বাবা আবু বকর জানান, তার দীর্ঘদিনের শখ ছেলেকে হাতির পিঠে বর সাজিয়ে বিয়ে দেবেন। সেই ইচ্ছা পূরণ করতেই ছেলেকে রাজকীয় সাজে সজ্জিত করে হাতির পিঠে উঠিয়ে কনের বাড়িতে পাঠান তিনি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.