জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ভর্তি তথ্য সহায়তা কেন্দ্ৰ স্থাপন ও আবাসনের ব্যবস্থাসহ নানা উদ্যোগ নিয়েছে কক্সবাজার স্টুডেন্টস অ্যাসোসিয়েশন।
সরেজমিনে দেখা যায়, কক্সবাজার স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ভর্তি সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে পরীক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা, পরীক্ষার্থীদের কেন্দ্রে দিয়ে আসার ব্যবস্থা করেছেন।
কক্সবাজার থেকে ভর্তি পরীক্ষা দিতে আসা জুবায়ের বলেন, এই বিশ্ববিদ্যালয়ে আমার পরিচিত কেউ না থাকায় পরীক্ষা দিতে আসার সাহস জোগাতে পারছিলাম না। পরে কক্সবাজার স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ভাইদের মাধ্যমে যোগাযোগ করে পরীক্ষা দিতে আসি। এ বিষয়ে তারা আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন।
সার্বিক বিষয়ে কক্সবাজার স্টুডেন্টস অ্যাসোসিয়শনের নেত্রী প্রজ্ঞা বড়ুয়া বলেন, কক্সবাজার জেলা থেকে আগত শিক্ষার্থীদের জন্য আমরা তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন করেছি। তাদের আবাসন ব্যবস্থাসহ সার্বিক বিষয়ে ভর্তিচ্ছুদের পাশে আছি আমরা।