জাবি প্রতিনিধি : সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিলের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা ৪১ সদস্যের একটি সমন্বয়ক কমিটি
ঘোষণা করেছে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর জাবি শাখার আহ্বায়ক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৭ তম ব্যাচের শিক্ষার্থী আরিফ সোহেল৷ ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর ব্যানারে এই কমিটি কাজ করবে।
শনিবার (১৩ জুলাই) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে সংশপ্তক ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনকে বেগমান করতে এ কমিটি ঘোষণা করেন ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ জাবি শাখার সদ্য বিলুপ্ত আহ্বায়ক কমিটি৷
সমন্বয়ক কমিটিতে সমন্বয়ক হিসেবে রয়েছেন- আরিফ সোহেল (৪৭ তম ব্যাচ), মাহফুজুল ইসলাম মেঘ (৪৭ তম ব্যাচ), আব্দুর রশিদ জিতু (৪৭ তম ব্যাচ), রুদ্র মুহাম্মদ সফিউল্লাহ (৪৭ তম ব্যাচ), রুকাইয়া জান্নাত (৪৭ তম ব্যাচ), জাহিদুল ইসলাম ইমন (৪৮ তম ব্যাচ), হাসিব জামান (৪৮ তম ব্যাচ), সাইয়েদা মেহের আফরোজ (৪৮ তম ব্যাচ), মিশু খাতুন সরকার (৪৮ তম ব্যাচ), ফাহমিদা ফাইজা (৪৮ তম ব্যাচ), রাফিদ হাসান রাজন (৪৮ তম ব্যাচ), জাহিদুল ইসলাম (৪৮ তম ব্যাচ), হাসানুর রহমান সুমন (৪৮ তম ব্যাচ), তৌহিদ সিয়াম (৪৯ তম ব্যাচ), আহসান লাবিব (৪৯ তম ব্যাচ), মেহরাব সিফাত (৪৯ তম ব্যাচ), ঐন্দ্রিলা মজুমদার অর্না (৪৯ তম ব্যাচ), তামিম মুস্তারি (৪৯ তম ব্যাচ), নাসিম আল তারিক (৪৯ তম ব্যাচ), আব্দুল হাই স্বপন (৪৯ তম ব্যাচ), নকিব আল মাহমুদ অর্ণব (৪৯ তম ব্যাচ), সাগর (৪৯ তম ব্যাচ) ও কনজ কান্তি রায় (৪৬ তম ব্যাচ)৷
এছাড়া সহ সমন্বয়ক হিসেবে রয়েছেন- তানজিম আহমেদ (৫০ তম ব্যাচ), ফারহানা ফারিনা (৫০ তম ব্যাচ), মালিহা নামলাহ (৫০ তম ব্যাচ), আফ্রিদি (৫০ তম ব্যাচ), বাপ্পি (৫০ তম ব্যাচ), নাজমুল ইসলাম (৫০ তম ব্যাচ), জিয়া উদ্দিন আয়ান (৫০ তম ব্যাচ), সাইদুল ইসলাম (৫১ তম ব্যাচ), জায়বা জাফরিন (৫১ তম ব্যাচ), নাদিয়া রহমান অন্বেষা (৫১ তম ব্যাচ), হাসান মৃধা পরিবেশ (৫১ তম ব্যাচ), সাহেদ হোসেন (৫১ তম ব্যাচ), আসিফ আল ইমরান (৫১ তম ব্যাচ) ও শাহ সালসাবিল (৫১ তম ব্যাচ)৷ এছাড়া কো-অপ্ট হিসেবে রাখা হয়েছে ৪ টি পদ৷
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিটির আহ্বায়ক আরিফ সোহেল বলেন, আমাদের এ আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন৷ আমরা সকলের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে ৪১ সদস্যের সমন্বয়ক কমিটি গঠন করেছি৷ যেখানে ৩টি পদ কো-অপ্ট রাখা হয়েছে৷ মূলত আন্দোলনের শৃঙ্খলা বজায় রাখার জন্যই আজকে এই সমন্বয়ক কমিটি ঘোষণা করা হয়েছে৷
সংবাদ সম্মেলন শেষে আগামীকাল রবিবারের (১৪ জুলাই) কর্মসূচি ঘোষণা করে সমন্বয়করা৷ এসময় তারা বলেন সারাদেশে শিক্ষার্থীদের উপর হামলা ও মামলা দায়েরের প্রতিবাদে এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে সকাল ১১টায় বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে৷
প্রসঙ্গত, এছাড়া গত ৭ জুলাই থেকে সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে ৫ শতাংশে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কারের এক দফা দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা।