The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪

জাবিতে আইএইজি-র ৬০ বছর পূর্তি উদযাপন

জাবি প্রতিনিধি: আন্তর্জাতিক প্রতিষ্ঠান আইএইজি (International Association for Engineering Geology and the Environment-IAEG)-র ৬০ বছর পূর্তি উদযাপন এবং IAEG-YEG জেইউ স্টুডেন্ট চ্যাপ্টারের উদ্বোধন করা হয়েছে ।
গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকাল তিনটা থেকে বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের একটি কক্ষে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা এবং সিভি তৈরির কর্মশালার আয়োজন করা হয়। সিভি তৈরির কর্মশালাটি পরিচালনা করেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের সভাপতি তারেক মাহমুদ।
অনুষ্ঠানের বিশেষ ঘোষণা অনুযায়ী, ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথমে জাতীয় পর্যায়ে IAEG-YEG JU চ্যাপ্টারের আয়োজনে একটি বৃহৎ ইভেন্ট অনুষ্ঠিত হবে। এই ইভেন্টে থাকবে পোস্টার প্রতিযোগিতা, টক সেশন, মৌখিক উপস্থাপনা প্রতিযোগিতা, এবং ভূবিজ্ঞান উদ্ভাবনী ধারণা ও প্রদর্শনী, যার মূল বিষয়বস্তু হবে জলবায়ু পরিবর্তন, ভূ-প্রাকৃতিক দুর্যোগ, নবায়নযোগ্য শক্তি, এবং ভূ-টেকটনিকস।
অনুষ্ঠানে উপস্থিত বিশেষজ্ঞরা এই উদ্যোগকে ভূতাত্ত্বিক গবেষণার ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন IAEG জাতীয় গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. টি. এম. সাখাওয়াত হোসেন, ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, অধ্যাপক ড. হোসেন মোহাম্মদ সায়েম, ড. মোহাম্মদ হাসান ইমাম, সহযোগী অধ্যাপক মাহমুদা খাতুন এবং সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান সরকার।
উল্লেখ্য Ground Instrumentation & Engineering Pte Ltd. স্পনসর হিসেবে এই অনুষ্ঠানকে সহযোগিতা করেছে।
You might also like
Leave A Reply

Your email address will not be published.