The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪

জবি’র ভর্তি পরীক্ষায় তিন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী

শারীরিক প্রতিবন্ধকতাকে তুচ্ছ করে শনিবার (১৩ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের পরীক্ষায় অংশ নিয়েছেন তিন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে বিশেষ ব্যবস্থায় শ্রুতি লেখকের সাহায্যে পরীক্ষা দেন তারা।

শ্রুতি লেখকের সাহায্যে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা হলেন- তারিফ মেহমুদ চৌধুরী, তৃণা আক্তার সেতু ও আকাশ দাস।

‘বি’ ইউনিটের পরীক্ষায় অংশ নিতে রাজবাড়ী থেকে মায়ের সঙ্গে এসেছেন দৃষ্টি প্রতিবন্ধী তারিফ মেহমুদ চৌধুরী। তিনি ঢাকার নটরডেম কলেজ থেকে জিপিএ- ৪.৯২ পেয়ে এইচএসসি পাস করেছেন। জন্ম থেকেই তারিফ দেখতে পান না। একজন শ্রুতি লেখকের মাধ্যমে পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি।

তারিফ মেহমুদ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাউন্টিং এসেছিল কিন্তু আমার প্রিয় বিষয় ইংরেজি তাই গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছি। পরীক্ষায় সাহায্য করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকেই একজন শ্রুতি লেখক দেওয়া হয়েছে।‘

অপর দৃষ্টি প্রতিবন্ধী তৃণা আক্তার সেতু এসেছেন গোপালগঞ্জ থেকে। সঙ্গে ছিলেন তার বড় ভাই। ম্যাগনিফাইং গ্লাস ছাড়া তিনি লেখা পড়তেই পারেন না। তৃণা মোকসেদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। দ্বিতীয় বারের মত তৃণা গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

তৃণা আক্তার বলেন, ‘পরীক্ষা দেওয়ার জন্য ম্যাগনিফাইং গ্লাস সঙ্গে নিয়ে এসেছিলাম। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সহযোগী হিসেবে একজনকে দেওয়া হয়েছে। ফলে বিশেষ ব্যবস্থায় দেওয়ার সুযোগ পেয়ে ভালোই লাগছে।’

আকাশ দাস এসেছেন নরসিংদী থেকে। তিনি মিরপুর বঙ্গবন্ধু কলেজ থেকে এইচএসসি পাস করেন মানবিক বিভাগ থেকে।

আকাশ দাস বলেন, ‘আমি দৃষ্টি প্রতিবন্ধী হলেও এটাকে প্রতিবন্ধকতা মনে করি না।‘

জগন্নাথ বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের উপ পরিচালক মিতা শবনম বলেন, ‘পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে আমাদের জানানো হয়েছে তিন জন শিক্ষার্থী বিশেষ ব্যবস্থায় পরীক্ষা দেবেন। আমরা সে অনুযায়ী তাদের পরীক্ষা গ্রহণের সব ব্যবস্থা করেছি।’

You might also like
Leave A Reply

Your email address will not be published.