চলতি সপ্তাহে আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণার সম্ভাবনা রয়েছে। আগামীকাল মঙ্গলবার বা বুধবার বার কাউন্সিল লিখিত পরীক্ষার ফল ঘোষণা করা হতে পারে। এছাড়া আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা প্রতি বছর ২ দফা নেওয়ার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল।
ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগ আয়োজিত নবীন বরণ, বিদায় এবং তালিকাভুক্ত নবীন আইনজীবীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ কথা বলেন অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন।
গত শনিবার (২৬ নভেম্বর) ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের এ অনুষ্ঠানে বিভাগের ১১তম থেকে ১৯তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া ২৮তম ও ২৯তম ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। আর বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমানে বিভিন্ন আদালতের আট আইনজীবীকে সম্মান জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কাজী শামসুল হাসান ও সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী মিনহাজুল হক চৌধুরী।